New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-336.jpg)
প্রেমে ‘আহত’সীমা ফায়দারের তুফানি নাচ, ‘পরকীয়া এফেক্ট’ বলছেন নেটপাড়া
অনুপ্রবেশের বিতর্কের মধ্যেও, তিনি এমন উদাসীনভাবে তিনি নাচছেন যেন কিছুই হয়নি।
প্রেমে ‘আহত’সীমা ফায়দারের তুফানি নাচ, ‘পরকীয়া এফেক্ট’ বলছেন নেটপাড়া
বন্ধ ঘরে পাক তরুণী সীমা হায়দারের তোলপাড় ফেলা নাচ, প্রেমে পড়ে এ কী হাল? প্রশ্ন ছুঁড়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এখন দাপিয়ে বেড়াচ্ছে পাক যুবতী সীমা হায়দার। চেনা ছকের বাইরে সীমা-শচীনের প্রেমকাহিনী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলেরই জানা। PUBG খেলতে খেলতে পরকীয়ায় জড়িয়ে পড়েন সীমা। সুদূর পাকিস্তান থেকে প্রেমে পড়েন ভারতীয় যুবকের।
অনুপ্রবেশ বিতর্কের মধ্যে, পাকিস্তানের সীমা হায়দারের একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে সীমাকে বন্ধ ঘরে আনন্দে নাচতে দেখা যাচ্ছে। পাকিস্তানের সীমানা পেরিয়ে ভারতে আসা সীমা হায়দার আজকাল সর্বদাই সংবাদের শিরোনামে রয়েছেন। PUBG খেলার সময় আলাপ। তারপ সীমা শচীনের প্রেমে পড়েন,। প্রেমের টানে পাকিস্তান ছেড়ে তার চার সন্তানকে নিয়ে ভারতে আসেন। শচীনের প্রেমে ‘আহত’ সীমা আর ভারত ছাড়তে চান না। তিনি শুধু ভারতের প্রতিই নয়, ভারতীয় সংস্কৃতির প্রতিও নিজের অনুরাগের কথা বারে বারে বলেছেন। অনুপ্রবেশ বিতর্কের মধ্যে, ফের একবার সোশ্যাল প্ল্যাটফর্মে সীমার একটি নতুন ভিডিও সামনে এসেছে।
पकिस्तानी प्रेमिका सीमा ने लाल साड़ी में जमकर लगाए ठुमके
टीवी से लेकर इंटरनेट की दुनिया में रातों-रात सनसनी बनकर उभरी पाकिस्तानी प्रेमिका सीमा हैदर का अब एक और वीडियो धमाल मचा रहा है।#SeemaHaidar #news #chetnamanch pic.twitter.com/inN32MhGho— Chetna Manch (@ManchChetna) July 17, 2023
আসলে এই ভিডিওতে সীমা হায়দারকে বন্ধ ঘরে নাচতে দেখা যায়। অনুপ্রবেশের বিতর্কের মধ্যেও, তিনি এমন উদাসীনভাবে তিনি নাচছেন যেন কিছুই হয়নি। ভিডিওতে দেখা যায়, সীমা খোলামেলাভাবে একটি বদ্ধ ঘরে কিছু মহিলার মধ্যে কোমর দুলিয়ে নাচ করছেন।
ব্যবহারকারীরাও সীমার নাচ দেখে অবাক। কিছু ব্যবহারকারী সীমার নাচের প্রশংসা করেছেন, আবার কিছু ব্যবহারকারী ভিডিওটি দেখে ক্ষিপ্তও হয়েছেন এবং তাকে পাকিস্তানে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। একজন ব্যবহারকারী বলেছেন, 'আপনি বেশ ভাল নাচেন’। অপর ব্যবহারকারী বলেছেন, 'প্রথমে তাকে পাকিস্তানে ফেরত পাঠান।'