Seema Haider: পঞ্চমবারের জন্য মা হলেন সীমা, 'লক্ষ্মীর' আগমনে উচ্ছ্বাসে ভাসলেন শচীন

Seema Haider: পঞ্চমবারের জন্য মা হয়েছেন সীমা হায়দার। মঙ্গলবার সকালে তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। গ্রেটার নয়ডার এক হাসপাতাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে খুশির খবর।

Seema Haider: পঞ্চমবারের জন্য মা হয়েছেন সীমা হায়দার। মঙ্গলবার সকালে তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। গ্রেটার নয়ডার এক হাসপাতাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে খুশির খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
seema haidai Daughter

পঞ্চমবারের জন্য মা হলেন সীমা, 'লক্ষ্মীর' আগমনে উচ্ছ্বাসে ভাসলেন শচীন

Seema Haider: পঞ্চমবারের জন্য মা হয়েছেন সীমা হায়দার। মঙ্গলবার সকালে তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। গ্রেটার নয়ডার এক হাসপাতাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে খুশির খবর। ভোর ৪টে নাগাদ  শিশুটির জন্ম হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন।

Advertisment

২০২৩ সালে সীমা পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন প্রেমিক শচীন মীনারের সঙ্গে সংসারও বাঁধেন। তাদের ভালোবাসা ও সংগ্রামের গল্প সারা দেশে আলোচনার বিষয় ওঠে। এবার তাদের পরিবারে নতুন অতিথির আগমনের খবর সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

শচীন জানিয়েছেন যে মা ও শিশু ভালো আছেন এবং দ্রুতই বাড়ি ফিরবেন। কন্যা সন্তানের আগমন তাদের জীবনে এক নতুন অধ্যায় যোগ করেছে। তারা শীঘ্রই একটি পারিবারিক অনুষ্ঠানে নবজাতকের নাম ঠিক করবেন করবেন বলেও জানা গিয়েছে।

সীমার কন্যা সন্তান ভারতীয় নাগরিকত্ব পাবেন। উল্লেখ্য, সীমা পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা। ২০২৩ সালে তিনি নেপাল হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং শচীনের সঙ্গে থাকতে শুরু করেন। তার এই যাত্রা বিভিন্ন রাজনৈতিক এবং আইনি বিতর্কের সূত্রপাত করেছে।সীমার আগের চার সন্তানও তার সঙ্গে ভারতে রয়েছে।