Advertisment

Self driven electric scooter: তোলপাড় ফেলা প্রযুক্তিতে চোখ কপালে, চালক ছাড়াই ছুটবে স্কুটার, আজব কীর্তি OLA-এর

সেলফ ড্রাইভিং ই-স্কুটারের ভিডিও সামনে এনে চমকে দিয়েছে ওলা।

author-image
IE Bangla Web Desk
New Update
Self-Driving Scooter, Ola CEO Bhavish Aggarwal , OLA self driven electric scooter , Bhavish Aggarwal, Viral news, tech news, auto news, world news, trending news,"

সেলফ ড্রাইভিং ই-স্কুটারের ভিডিও সামনে এনে চমকে দিয়েছে ওলা।

নিজে নিজে ছুটে চলবে শখের ই-স্কুটার। লাগবে না কোন চালক। এমনই সেলফ ড্রাইভিং ই-স্কুটারের ভিডিও সামনে এনে চমকে দিয়েছে ওলা।

Advertisment

ওলার সিইও ভাবীশ আগরওয়াল মঙ্গলবার অনলাইনে একটি সেলফ ড্রাইভিং ই-স্কুটারের ভিডিও শেয়ার করেছেন। ওলা সোলো। ভারতের প্রথম সেলফ ড্রাইভিং ই-স্কুটার এনে চমকে দিতে চলেছে ওলা? সোমবার সংস্থার তরফে করা এই ঘোষণাকে অনেকেই এপ্রিল ফুল বলেই ভেবেছিলেন। এখন সংস্থার ডিরেক্টর ভবিশ আগরওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাবীশ আগারওয়াল X-এ লিখেছেন, “শুধু এপ্রিল ফুলের রসিকতা নয়! আমরা গতকাল ওলা সোলোর কথা ঘোষণা করেছি। এটি দেখায় যে আমাদের ইঞ্জিনিয়ারিং দলগুলি কী ধরণের অগ্রগামী কাজ করতে সক্ষম।" ভিডিওটি 7 লাখ 40 বারের বেশি দেখা হয়েছে এবং অনেক মানুষ এটি পছন্দ করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, " একজন লিখেছেন আগে বাজার চলতি স্কুটার এবং ক্যাব পরিষেবার মান উন্নত করুন"।

viral
Advertisment