সেলফি কেক বানিয়ে সেরা চমক! সোশ্যাল মিডিয়ায় ৫০ মিলিয়ন ভিউ! আজকাল সারা বিশ্বের নানান ‘আশ্চর্যজনক’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শিল্পীরা তাদের দক্ষতার নির্দশন ফুটিয়ে তোলার একটা মাধ্যম হিসাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন। সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন নানান ভিডিও ভাইরাল হয়।
কিছু ক্ষেত্রে, ‘শিল্পীর’ তাক লাগানো প্রতিভা অবাক করে ব্যবহারকারীদের। সম্প্রতি এমনই এক শিল্পীর শিল্পকর্ম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যিনি সেলফি কেক বানিয়ে সোশ্যাল মিডিয়ার সংবাদ শিরোনামে এসেছেন। সম্প্রতি তিনি তার শিল্পের একটি ছোট নমুনা উপস্থাপন করেছেন। যেখানে তাকে ‘সেলফি কেক’ বানাতে দেখা যাচ্ছে। এই ধরনের ‘শিল্পকর্ম’ দেখে ব্যবহারকারীরাও ‘বিভ্রান্ত’ হয়ে পড়েছেন। আসল-নকলের ফারাক করতে রীতিমত কালঘাম ছুটেছে ইউজারদের।
বর্তমানে সাইডসার্ফ কেক নামের ইনস্টাগ্রাম পেজে এই ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে সেলফি কেক বানাতে দেখা গেছে এক শিল্পীকে। তিনি যে কেকটি তৈরি করেন সেটিকে হুবহু নিজের মত দেখতে। যেখানে ব্যবহারকারীদের আসল-নকলের তফাৎ বুঝতেই কালঘাম ছুটেছে।
‘সেলফি কেকে’র এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। এই খবরটি লেখার সময় পর্যন্ত এটি ৫০ মিলিয়নেরও বেশি ভিউ এবং তিন মিলিয়নেরও বেশি লাইক পেয়েছে। ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরা একেবারে হতবাক হয়ে গেছেন। বর্তমানে এই ভিডিওটি ব্যবহারকারীদের ‘প্রথম পছন্দ’ হয়ে উঠেছে। ব্যবহারকারীরা ভিডিওটিতে নানান মন্তব্য করেছেন এবং জন্মদিনে একই রকম একটি কেক তৈরি করার ইচ্ছা প্রকাশ করছেন।