/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-67.jpg)
উন্মাদনা আকাশছোঁয়া, ৩৬ গার্লফ্রেণ্ডকে নিয়ে ‘জওয়ান’ দেখতে পুরো হল বুক যুবকের
দেশজুড়ে ঝড় তুলেছে ‘জওয়ান’। বৃহস্পতিবার সকাল থেকেই জওয়ান জ্বরে কাবু গোটা দেশ। প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়। শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনা যেন আকাশছোঁয়া। এসবের মাঝেই 'জওয়ান' দেখার জন্য পুরো হল বুক করে নিয়েছেন এক ভক্ত। তবে একা তিনি নন। সঙ্গে ৩৬ জন বান্ধবী এবং ৭২ জন প্রাক্তন বান্ধবীকে নিয়েই জওয়ান দেখতে গোটা হলই বুক করেছেন এই যুবক।
সোশ্যাল মিডিয়া পোস্টে ওই যুবক নিজের একটি ছবি পোস্ট করেছেন, যাতে তাকে শ’য়ে শ’য়ে টিকিট দিয়ে নিজেকে মুড়ে ফেলতে দেখা গিয়েছে। ওই ব্যক্তি জানিয়েছেন যে তিনি 'জওয়ান'-এর জন্য পুরো হল বুক করেছেন। তিনি তার ৩৬ জন বান্ধবী, ৭২ প্রাক্তন বান্ধবী এবং ৮০ জন বন্ধুর সঙ্গে এই সিনেমাটি দেখতে যাচ্ছেন। এই পোস্টে তিনি শাহরুখ খানকেও ট্যাগ করেছেন।
Booked audi for #Jawan sir. Going with my 36 girlfriends , 72 ex Gfs & 80 friends. #AskSRK@iamsrkpic.twitter.com/EQZCw85K3w
— Vedant. (@holdandbold) September 3, 2023
শাহরুখ ভক্তের এই পোস্ট দেখে নিজের প্রতিক্রিয়া না দিয়ে থাকতে পারলেন না। ফ্যানের পোস্টটি রিপোস্ট করে শাহরুখ লিখেছেন, 'বাহ ভাই, উপভোগ করুন’।
এ নিয়ে অনেক ব্যবহারকারী তাদের প্রতিক্রিয়াও দিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, 'হলে এবার তাহলে দাঙ্গা হবে। অপর একজন ব্যবহারকারী বলেছেন, 'হাহাহা, এই ব্যক্তি একজন সত্যিকারের জওয়ান।'