New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/shakti-kapoor-feature.jpg)
মদ কিনতে যাচ্ছেন শক্তি কাপুর
চোখে চশমা, কালো গেঞ্জি আর হাফ প্যান্টে বেরিয়ে পড়েছেন তিনি। মাথায় ধরা লাল রঙের ড্রাম।
মদ কিনতে যাচ্ছেন শক্তি কাপুর
আনলক ১.০, অর্থাত্ লকডাউন সামান্য শিথিল। এমন সময় অভিনেতা শক্তি কাপুরের মদ তেষ্টা পেয়েছে। অগত্যা তিনি ড্রাম নিয়ে বেরিয়ে পড়লেন মদ কিনতে। সেই ভিডিও ক্যামেরাবন্দী করেছেন সোসাইটির এক বাসিন্দা। লকডাউনের শেষার্ধেই খুলে দেওয়া হয়েছিল মদের দোকান। গোটা দেশ জুড়ে মদের দোকানের সামনে লম্বা লাইন দেখে কার্যত অবাক হয়েছিলেন সকলে। সম্প্রতি সেই দলেই কি নাম লেখালেন অভিনেতা শক্তি কাপুর! নাকি এটি নিছকই একটি মজা?
সে যাই হোক। শক্তি কাপুরের 'দারু' কিনতে যাওয়ার ভিডিও এখন ভাইরাল অজস্র নেট নাগরিকদের হাতে। ভিডিওতে দেখা যাচ্ছে, গালে চাপ দাড়ি, চোখে চশমা, কালো গেঞ্জি আর হাফ প্যান্টে বেরিয়ে পড়েছেন তিনি। মাথায় ধরা লাল রঙের ড্রাম। সোসাইটির বাসিন্দা তাকে জিজ্ঞাসা করেন,প্লাস্টিকের ড্রাম নিয়ে কোথায় যাচ্ছেন? শক্তি কাপুর বলেন, “দারু লেনে জা রাহা হুঁ"।
দেখুন ভিডিওতে....
View this post on InstagramI pray every one is safe and home ♥️
A post shared by Shakti Kapoor (@shaktikapoor) on
মুহূর্তে এই ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়া ময়দানে।
Read the full story in English