Advertisment

ক্যান্সার কেড়েছে পা, সফল কত্থক নৃত্য শিল্পী হিসাবে সোনা জিতে নজির

কত্থক নৃত্যশিল্পী সীতা সুবেদীর গল্প অনেককেই অনুপ্রাণিত করবে।

author-image
IE Bangla Web Desk
New Update
"nepal katthak dancer, napal, nepal news, sita subedi, emotional story, motivational story, nepal news, kathmandu, nepal latets news, sita subedi journey, sita subedi emotional story, sita subedi latest news, sita subedi news, kathhak dancer story"

কত্থক নৃত্যশিল্পী সীতা সুবেদীর গল্প অনেককেই অনুপ্রাণিত করবে।

মাত্র ১২ বছর বয়সেই ক্যানসারে আক্রান্ত হয়ে বাদ গিয়েছে পা। তাও নাচের প্রতি ভালবাসা তাকে দমিয়ে রাখতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে আজও নাচ চালিয়ে যাচ্ছেন তিনি। কত্থক নৃত্যশিল্পী সীতা সুবেদীর গল্প অনেককেই অনুপ্রাণিত করবে।

Advertisment

নেপালের সীতা সুবেদি নাচেই নিজের ক্যারিয়ার গড়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। কিন্তু তার সেই স্বপ্ন শেষ হয়ে যেতে বসে যখন মাত্র ১২ বছর বয়সে তিনি ক্যান্সারের আক্রান্ত হন। বাদ দিতে হয় একটি পা। কিন্তু ইচ্ছাশক্তিকে সঙ্গী করেই এক পায়েই চলে তার নাচের অনুশীলন। আজ তিনি একজন সফল নৃত্যশিল্পী।

বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে চালিয়ে গিয়েছেন নিজের অনুশীলন। , ২০১৮ সালে নৃত্য বিষয়ে স্বর্ণপদক পান তিনি। তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী হিসাবে সমাজে দৃষ্টান্ত গড়েছেন। তাও এক কত্থক নৃত্যশিল্পী হিসাবে।

নাচের প্রতি তার অদম্য অনুরাগের কারণে, আজ তিনি কয়েক ডজন ছাত্র- ছাত্রীকে কত্থক শেখাচ্ছেন। তার স্টুডিওতে অনেক শিক্ষার্থী নাচ শিখতে আসেম।

শুধু তাই নয়, সুবেদী মিসেস নেপাল ইন্টারন্যাশনালের খেতাবও জিতেছেন এবং আগামী বছর সিঙ্গাপুরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

viral
Advertisment