Advertisment

নদীতে ছুঁড়ে ফেলা হচ্ছে করোনায় মৃতের দেহ, উত্তরপ্রদেশের ভিডিও ভাইরাল

Coronavirus: ফের মুখ পুড়ল যোগী প্রশাসনের।

author-image
IE Bangla Web Desk
New Update
Coronavirus, Uttar Pradesh

নদীতে ছুঁড়ে ফেলা হচ্ছে দেহ।

Coronavirus: পূণ্যতোয়া গঙ্গায় শয়ে শয়ে বেওয়ারিশ লাশ ভাসার দৃশ্য-বিতর্কের মধ্যেই ফের নদীতে দেহ ফেলার ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। যোগী রাজ্যে রাপ্তি নদীতে ছুঁড়ে ফেলা হচ্ছে কোভিডে মৃতের লাশ। সেই ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে যোগী প্রশাসন।

Advertisment

জানা গিয়েছে, গত শুক্রবার উত্তরপ্রদেশের বলরামপুর জেলায় ঘটনাটি ঘটেছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সেতু থেকে রাপ্তী নদীতে একটি মরদেহ ছুঁড়ে ফেলছেন দুই ব্যক্তি। তাঁদের মধ্যে একজন পিপিই কিট পরে রয়েছেন। ওই সেতু দিয়ে যাওয়ার সময়ে দুই ব্যক্তি গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন। তার পরই ওই ভিডিও ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন তুমুল ভর্ৎসনার জের! গঙ্গায় ভাসমান লাশের তথ্য সংগ্রহ শুরু যোগী প্রশাসনের

বিতর্কের জেরে বলরামপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সাফাই দেন, দুজনের মধ্যে একজন মৃতের পরিজন। দেহটিও কোভিড মৃতেরই তা স্বীকার করে নেন তিনি। তবে এই অপকর্মের দায়ভার পরিজনের উপর চাপিয়েছেন তিনি। জানা গিয়েছে, ২৫ মে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ওই করোনা রোগীকে। গত ২৮ মে তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত পরিবারের সদস্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

আরও পড়ুন “রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ‘রামের দয়া’য় চলছে”, যোগী প্রশাসনকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

আরও পড়ুন “মুখ খুললেই দেশদ্রোহের মামলা ঠুকে দেবে!”, যোগীকে কটাক্ষ বিজেপি বিধায়কের

সম্প্রতি উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গায় লাশ ভাসার দৃশ্য় নিয়ে ব্যাপক শোরগোল হয়। দেশজুড়ে এমন অমানবিক দৃশ্যের জেরে নিন্দার ঝড় ওঠে। বিহারের বক্সার ও উত্তরপ্রদেশের গাজিপুরে নদীর জলে ও পাড়ে কয়েক শো লাশ উদ্ধার হয়। সেই অপ্রীতিকর ঘটনার রেশ কাটার আগেই ফের নদীতে লাশ ফেলার ঘটনা প্রকাশ্যে এল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

uttar pradesh coronavirus
Advertisment