scorecardresearch

নদীর মাঝে জলহস্তির পালের মধ্যে আটকে পড়ে হঠাৎ মৃত্যুর মুখোমুখি, দেখুন সিংহের হাড়হিম ভিডিও

ভিডিওতে, সিংহ-জলহস্তির লড়াই দেখে তাজ্জব ব্যবহারকারীরা

"Wildlife Shocking Video, Sher Aur Hippo Ka Video, Viral Video of Lion & Hippo, Trending Video of Lion & Hippo, Amazing Video of Lion & Hippo, Shocking Video of Lion & Hippo, latest tending Video of Lion & Hippo, trending Video of Lion & Hippo on twitter, trending Video of Lion & Hippo on facebook, trending Video of Lion & Hippo on instagram, trending Video of Lion & Hippo on youtube,
ভিডিওতে, সিংহ-জলহস্তির লড়াই দেখে তাজ্জব ব্যবহারকারীরা

আজকাল সোশ্যাল মিডিয়ায় ওয়াইল্ড লাইফ ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যায় নদীর মাঝখানে আটকে আছে একটি সিংহ, যেখানে এক পাল জলহস্তি তাকে আক্রমণ করে। ভিডিও দেখে শিউরে উঠলো সকলেই।

সিংহকে বলা হয় জঙ্গলের রাজা। তার ক্ষমতার সামনে বনের ভয়ঙ্কর প্রাণীরাও প্রাণভয়ে সিটিয়ে থাকে। সিংহকে দেখে বাঘ, চিতাবাঘের মতো তাবড় শিকারী প্রাণীরা লেজ গুঁটিয়ে রণে ভঙ্গ দেয়। এমনবস্থায় সিংহকে যদি ভয়ে প্রাণ বাঁচাতে ছুটে যেতে দেখা যায়, তবে খুব স্বাভাবিক ভাবেই এই দৃশ্য সবাইকে অবাক করে দেবে। এমনই দৃশ্য আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে ‘আতঙ্কে’ ব্যবহারকারীরা।

ভিডিওতে সিংহটিকে নদীর মাঝখানে একটি পাথরের ওপর আটকে থাকতে দেখা যায়। এমন সময়ে একটি দৈত্যাকার জলহস্তী পাল নিয়ে এগিয়ে যায় তার দিকে এবং সিংহটিকে আক্রমণ করে। প্রাণ বাঁচাতে সিংহটি পাথরের উপর দিয়ে হাঁটা শুরু করে এবং হঠাৎ করেই নদীতে ঝাঁপ দেয়।

ভিডিওতে, সিংহকে জলহস্তির সঙ্গে লড়াই জারি রাখতে দেখা যায়। যা দেখে হতবাক ব্যবহারকারীরা। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে ভিডিওটি। যা শেয়ার করা হয়েছে লেটেস্ট সাইটিংস নামের ইউটিউব চ্যানেল থেকে। খবর লেখা পর্যন্ত এই ভিডিওটি ৫৫ লাখ ভিউ হয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন সিংহটিকে নদীতে দ্রুত সাঁতার কাটতে দেখে তিনি একেবারে স্তম্ভিত।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Shocking viral video