New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_ff541b.jpg)
ওমলেটে খেতে পারলেই মিলবে ৫০ হাজার নগদ, তুফানি অফার নিয়ে হাজির বিক্রেতা, ভিডিও ভাইরাল
ওমলেটে খেতে পারলেই মিলবে ৫০ হাজার নগদ, তুফানি অফার নিয়ে হাজির বিক্রেতা, ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নানান ফুড চ্যালেঞ্জ নিয়ে হাজির হন বিক্রেতারা। ক্রেতাদের সামনে এমন আকর্ষণীয় অফার নিয়ে হাজির হন তারা যা দেখে অনেকেই সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হন। জিভে জল আনা সেই সব খাবার দেখে খাদ্য প্রেমীরা লোভ সামলাতে পারেন না। তেমনই একটি ওমলেটের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খেতে পারলেই মিলবে নগদ ৫০ হাজার টাকার পুরষ্কার।
একসঙ্গে এমন অনেকেই আছেন যারা ৩-৪টে ডিমের ওমলেট অনায়াসেই খেয়ে নিতে পারেন। তারা সকলেই ভাবছেন এ আর কী এমন বড় বিষয়? কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে একসঙ্গে ১৫টি ডিমের ওমলেট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার সঙ্গে প্রচুর পরিমানে দেওয়া হয়েছে চিজ় আর পনির। এর উপরে চারটি পাউরুটি সহ এবং আরও অনেক কিছু তাতে দেন। সেই সঙ্গে তিনি বলেন, যে এই ওমলেট খাবে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। গুরুগ্রামের হুদা মার্কেটে পাওয়া যাচ্ছে তোলপাড় ফেলা এই ওমলেট।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে youtubeswadofficial নামের আইডি থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ক্লিপটি ২৬ লাখের বেশি ভিউ হয়েছে। এক লাখের বেশি মানুষ ভিডিওটিতে লাইক দিয়েছেন।