বর্তমান যুগ অনলাইনের। শপিং হোক অথবা মন পসন্দ খাবার অর্ডার করতে ভরসা সেই অনলাইন। ইন্টারনেটের জগতে মাঝে মধ্যেই কিছু কিছু মজার জিনিস সকলের মন জয় করে নিয়ে দ্রুত ভাইরাল হয়। সম্প্রতি এমনই এক আজব ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে এক ব্যক্তিকে মুরগিকে হুবহু টিয়াপাখির মত রং করে বিকোতে দেখা যায়। অনলাইনে অনেকেই বানান জিনিস কিনে বহুসময় প্রতারিত হয়েছেন। আজ এমনই এক ভিডিও সামনে আসতেই শুরু শোরগোল।
ভাইরাল হওয়া এই পোস্টটি একটি মুরগির যেটিকে টিয়ার আদলে সাজিয়ে অনলাইনে বিক্রির চেষ্টা করছিলেন পাকিস্তানের এক ব্যাক্তি। ভিডিওতে লেখা এক ব্যাক্তি সাড়ে ছয় হাজার টাকায় টিয়া ভেবে মুরগি কিনে পুরোপুরি ঠকেছেন।
@divamagazinepakistan নামের একটি অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষ এই পোস্টটি দেখেছেন এবং মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশে এটা কী হচ্ছে।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘সত্যিই, অনলাইনে এমন কাণ্ডও দেখতে হচ্ছে ‘। আবার কেউ কেউ ছবিটিকে এডিটেড ছবি বলেও উল্লেখ করেছেন ।