New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-95.jpg)
তরুণ ব্যবসায়ীর এই কাণ্ড ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে।
দোকানদারের সেরা অফার! মোবাইল কিনলেই মিলবে ২ কেজি টমেটো তাও একেবারে বিনামূল্যে। টমেটোর দাম শুনেই পকেটে ছ্যাঁকা লাগছে আম-আদমির। টমেটো কেনার আগে মানুষকে ১০ বার ভাবতে হচ্ছে। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কিছু মিমও। সম্প্রতি মধ্যপ্রদেশের একটি মোবাইলের দোকান নিয়ে এসেছে অভিনব অফার। অফার শুনেই দোকানে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে।
টমেটোর দাম আকাশ ছোঁয়া। দেশে কোথাও টমেটো বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি তো কোথাও আবার ১৮০ টাকা কেজি। গত কয়েকদিন ধরে টমেটোসহ আরও অনেক সবজির দাম অনেকটাই বেড়েছে। হেঁশেল চালাতে নাজেহাল হতে হচ্ছে আমআদমিকে।আর এই সুযোগকে কাজে লাগিয়েই অভিনব এক অফার এনেছেন এক দোকানী। তার দোকান থেকে প্রতিটি মোবাইল কেনায় মিলবে ২ কেজি টমেটো তাও একেবারে বিনামূল্যে।
তরুণ ব্যবসায়ী তার মোবাইলের শোরুম থেকে একটি স্কিম শুরু করেছেন। এই স্কিম শুরু করার পর হোর্ডিং-ব্যানার লাগিয়ে প্রচারও করছেন ব্যবসায়ী। স্কিম শুরু হওয়ার পর দোকানে বিক্রিও বেড়েছে আগের থেকে অনেকটাই। যে কোন স্মার্টফোন কিনলে ২ কেজি টমেটো ফ্রি অফার দিকে গ্রাহকদের প্রলুব্ধ করছে মোবাইল কেনায়। তরুণ ব্যবসায়ীর এই কাণ্ড ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। সকলেই ব্যবসায়ীর এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।