New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-58.jpg)
হতদরিদ্রে শিশুর কন্ঠে ফুটে উঠলো জীবন যন্ত্রণা, গান শুনে অবাক নেটপাড়া
হাজার হাজার মানুষ এখন পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন
হতদরিদ্রে শিশুর কন্ঠে ফুটে উঠলো জীবন যন্ত্রণা, গান শুনে অবাক নেটপাড়া
মর্মস্পর্শী গানেই মন জয়। হতদরিদ্র শিশুর প্রতিভায় চমকে উঠলো নেটপাড়া। শিশুর ভিডিও ভাইরাল হয়েছে যা দাবানলের মত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভারতের প্রতিটি কোনে লুকিয়ে রয়েছে প্রতিভা। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই সব প্রতিভা ভাইরাল হয়। এই রকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে শিশুটির গান শুনে অবাক সকলেই।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ভিডিওতে লেখা হয়েছে এই শিশুটির গান সকলের হৃদয় গিয়েছে। শিশুটিকে ছেঁড়া পুরানো জামাকাপড় পরা অবস্থায় দেখা যায় এবং তার হাতে সিমেন্টের একটি প্লাস্টিকের ব্যাগও রয়েছে। চৌকির ওপরবসে গান গাইতে দেখা যায় এই ছেলেটিকে। শিশুটি যে গানটি গাইছে, মাকে ছাড়া একটি শিশুর জীবন কীভাবে অসম্পূর্ণ হয়ে যায়।
माई बिना जिंदगी अधूरा! इस बच्चे का गाना आपके दिल को छू जाएगा! ❤️😍 pic.twitter.com/WWzYKTJIwA
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) September 5, 2023
হাজার হাজার মানুষ এখন পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন, এবং প্রচুর মন্তব্যও এসেছে। টুইটারে একজন ব্যবহারকারী শিশুটিকে নিয়ে লিখেছেন, এত সুন্দর কন্ঠ ঈশ্বরের দেওয়া উপহার। অন্যদিকে কিছু ব্যবহারকারী ভিডিওতে শিশুটির যন্ত্রণা দেখে মর্মাহত।