New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/ooo.jpg)
ধসে গর্তে ঢুকলো গাড়ি, চরম দুর্ঘটনা।
আন্তর্জাতিক মানে রাস্তার দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। কিন্তু ব্সাতবে য়া ঘটলো...
ধসে গর্তে ঢুকলো গাড়ি, চরম দুর্ঘটনা।
একটানা বৃষ্টির কারনে দিল্লির রাস্তায় ধস নেমে দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পরে একটি ছোট গাড়ি। পরে গাড়িটিকে ক্রেনের সাহায্যে টেনে তোলা হয়। দুর্ঘটনার সময় গাড়ীতে থাকা এক ব্যক্তি কোনমতে বাইরে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন।
নিউজ এজেন্সি এএনআই (ANI) সুত্রে খবর, দিল্লির দ্বারকা সেক্টর-এ ঘটনাটি ঘটেছে। পরে দুর্ঘটনার কবলে পরা গাড়িটিকে একটি ক্রেনের সাহায্যে টেনে তোলা হয়। ক্রমাগত হয়ে চলা বৃষ্টির কারনে রাস্তায় ধস নেমে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের প্রাথমিক অনুমান। দুর্ঘটনাস্থলটি ঘিরে দেওয়া হয়েছে।
টুইটারে যে ছবি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে হুন্ডাই আই ১০(Hundai i10), গাড়ির বনেটের অংশটি পুরপুরি ধসের ভিতর ঢুকে আটকে রয়েছে। গাড়িটি প্রায় সম্পূর্ণ উল্টো অবস্থায় রয়েছে।
#Car falls into Sinkhole Delhi's Dwarka Sector 18 due to heavy rainfall in pic.twitter.com/44fTrdDam8
— Kamlesh Kumar Ojha🇮🇳 (@Kamlesh_ojha1) July 19, 2021
মঙ্গলবার দুপুর থেকে দিল্লিতে একটানা বৃষ্টিপাতের কারনে রাজধানীর বিভিন্ন অঞ্চলে জল জমে যায় এবং যানজট সৃষ্টি হয়। ক্রমাগত বৃষ্টিপাতের কারনে দিল্লির বিভিন্ন জায়গা থেকে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত জুনে মুম্বাইতে একটি আবাসিক চত্বরে একই ভাবে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পরে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন