New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-230.jpg)
মহানবমীর আনন্দে আকাশে ভাসতে ভাসতে নাচ মহিলার, ভিডিও দেখে মণ্ডপে প্রবেশের আগেই হোঁচট খাবেন
আজকের পর্বে সোশ্যাল মিডিয়ায় এক মারাত্মক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখেই পিলে চমকে উঠেছেন নেটিজেনরা।
মহানবমীর আনন্দে আকাশে ভাসতে ভাসতে নাচ মহিলার, ভিডিও দেখে মণ্ডপে প্রবেশের আগেই হোঁচট খাবেন
আজ মহানবমী…মাঝ আকাশে আনন্দে ভাসতে ভাসতে নাচ মহিলা, মণ্ডপের পথে ভিডিও দেখে থমকে গেলেন দর্শনার্থীরা। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নানান অ্যাডভেঞ্চারের ভিডিও ভাইরাল হয়ে থাকে। জলের নীচে ডাণ্ডিয়া নাচ থেকে কোবরাকে স্নান করানো…। এই সকল ভিডিও আমাদের চমকে দেয়। আজকের পর্বে সোশ্যাল মিডিয়ায় এক মারাত্মক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখেই পিলে চমকে উঠেছেন নেটিজেনরা।
মাঝ আকাশে ভাসতে ভাসতে নাচ দেখাচ্ছেন এই মহিলা। চমকে ওঠার মত এই ভিডিও ভাইরাল হতেই তা ৬০ লক্ষের বেশি মানুষ দেখেছেন। নবমীর মহা সন্ধ্যায় মণ্ডপে প্রবেশের আগে এই ভিডিও এক মুহূর্তের জন্য আপনাকে ঝটকা দিতে বাধ্য। স্কাইডাইভিং পছন্দ করেন অনেকেই। অ্যাডভেঞ্চারের টানে অনেকেই জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। তবে এই মহিলা যা করলেন তা দেখে আপনার হুঁশ উড়তে বাধ্য হবে। বিমান থেকে দিলেন সরাসরি ঝাঁপ। মাঝ আকাশে ভেসে রীতিমত ড্যান্সিং মুডে এই মহিলা। দেখুন হাড়হিম করা ভিডিও
L e g e n D pic.twitter.com/9ce0lTTHDq
— Enezator (@Enezator) October 16, 2023
ছেলেবেলায় অনেকেই বাড়ির বড়দের কাছ থেকে শুনেছেন টাকার গাছের কথা। এবার সোশ্যাল মিডিয়ায় সত্যিকরের টাকার গাছের সন্ধান মিলল। অন্তত ভিডিও তাই বলছে। যেখানে নাড়া দিলেই গাছ থেকে পড়ছে নোট। ভিডিও চমকে দেওয়ার মতই। দেখুন সেই টাকার গাছের ভিডিও