Advertisment

সাইকেল নিয়ে অনায়াসেই টেক্কা দিতে পারবেন এই ট্রেনকে, গতিবেগ জানলে অবাক হবেন

ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা আমাদের মধ্যে ক’জনের রয়েছে? কমেন্ট করে জানান

author-image
IE Bangla Web Desk
New Update
"Nilgiri Express, slowest train in India, India's slowest train, Mettupalayam Ooty Nilgiri Passenger Train, World Heritage Site,

দেশের সেমি হাইস্পিড ট্রেন বন্দে-ভারত নিয়ে উন্মাদনার শেষ নেই মানুষের মধ্যে। কিন্তু জানেন কী ভারতেই আছে এমন ট্রেন, যার গতি আপনার সাইকেলের থেকেও কম!শুনে অবাক লাগলেও এটাই সত্যি। ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেন, ৫ ঘন্টায় অতিক্রম করে মাত্র ৪৬ কিমি পথ। 

Advertisment

ইন্ডিয়ান রেলওয়ে বিশ্বের বৃহত্তম রেল পরিষেবা। এর পাশাপাশি ভারতীয় রেলওয়ে বন্দে ভারত এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেসের মতো কিছু হাই স্পিড ট্রেনের জন্যও বিখ্যাত।

এই ট্রেনগুলির যে কোন একটিতে আপনি যখন ভ্রমণ করবেন, পাবেন এক  রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা আমাদের মধ্যে ক’জনের রয়েছে?

ধীরগতির ট্রেন? হ্যাঁ, ভারতে এমন একটি ট্রেন রয়েছে যা ঘণ্টায় গড়ে ১০ কিলোমিটার গতিতে চলে। এই ট্রেনটি মেট্টুপালয়াম উটি নীলগিরি প্যাসেঞ্জার ট্রেন। মেট্টুপালিয়াম এবং উটির মধ্যে দূরত্ব ৪৬ কিমি। মেট্টুপালায়ম রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে ৫ ঘন্টায় ট্রেনটি  উটি স্টেশনে পৌঁছায়। যাত্রাপথে এটি কেলার, কুনুর, ওয়েলিংটন, লাভডেল এবং ওটাকামুন্ড নামে পাঁচটি স্টেশন অতিক্রম করে। আর এই দূরত্ব অতিক্রম করতে এই ট্রেনের সময় লাগে প্রায় পাঁচ ঘণ্টা।

এই ট্রেনটি গড় গতিবেগে ১০ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলে, যা ভারতের দ্রুততম ট্রেনের তুলনায় প্রায় ১৬ গুণ ধীর গতিতে চলে। ২০০৫ সালে ইউনেস্কো এই ট্রেনকে হেরিটেজ তকমা দেয়। ৪৬ কিলোমিটার যাত্রাপথে অনেকগুলি সুড়ঙ্গ পড়ে। এছাড়া আছে ১০০রও বেশি রেলসেতু।

viral news indian railway
Advertisment