/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-122.jpg)
টিভির রিমোটের থেকেও ছোট ‘পকেট সাইজের কুকুর’ দেখেছেন কখনও?
সোশ্যাল মিডিয়ার দৌলতে বিশ্বের সবচেয়ে খাটো পুরুষ, মহিলার কাহিনী সকলেরই জানা! কিন্তু টিভির রিমোটের থেকেও ছোট ‘পকেট সাইজের কুকুর’ দেখেছেন কখনও? গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস চিহুয়াহুয়া প্রজাতির দুই বছর বয়সী একটি কুকুরকে এই খেতাব দিয়েছে। সাধের এই পোষ্যকে নিয়ে আপনি আরামেই পকেটে এবং হ্যান্ডব্যাগে নিয়েও ভ্রমণ করতে পারবেন।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, ১লা সেপ্টেম্বর, ২০২০-এ জন্মগ্রহণ করা পার্ল-এর উচ্চতা মাত্র ৯.১৪ সেমি (৩.৫৯ ইঞ্চি) এবং চওড়ায় মাত্র ৫ ইঞ্চি। একই সময়ে, এর ওজন মাত্র ৫৫৩ গ্রাম। এই কুকুর সাধারণ ভাবে ১২-১৮ বছর বয়স পর্যন্ত বাঁচে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি সুন্দর ছবি পোস্ট করে পার্লের এই বিশ্ব রেকর্ডের তথ্য জানানো হয়েছে। এর ক্যাপশন ছিল- 'বিশ্বের সবচেয়ে ছোট কুকুরকে হ্যালো বলুন'। খবরটি লেখা পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষ লাইক করেছেন এবং ব্যবহারকারীরাও মন্তব্যের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
এর আগে গত বছরের মে মাসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বিশ্বের দীর্ঘতম কুকুরের (পুরুষ) খেতাব দিয়েছিল দুই বছর বয়সী আমেরিকান গ্রেট ডেন কুকুর জিউসকে। দাঁড়ানো অবস্থায় ১.০৪৬ মিটার আট সপ্তাহ বয়সে ব্রিটনি ডেভিস তাকে দত্তক নেন। গড় প্রাপ্ত বয়স্ক পুরুষের ওজন ১৯০ পাউন্ড অবধি হয়ে থাকে।