New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/viral-4.jpg)
সম্প্রতি সোশাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হচ্ছে সাপ ও হনুমানের ভিডিও। ৭ মিনিটের এই ভিডিও তোলপার করছে ফেসবুকের ময়দান। সাপ ও হনুমানের এই ভয়ঙ্কর হাতাহাতি শহরের মাঝেই ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে কোথাকার ঘটনা তা স্পষ্ট নয়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাইথন একটি হনুমানকে পেঁচিয়ে ধরেছে এবং বাকি হনুমানের দল তাকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু শেষমেষ সফল হয়না হনুমানের দল। হনুমানটিকে গিলে নেয় সাপটি। কিন্তু এর শেষ পর্যন্ত কোলে শিশু নিয়ে ঘটনাস্থলে ভিড় করে দাড়িয়ে থাকে হনুমানের দল।
দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও...