New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/snake-viral.jpg)
সাপ খুঁজতে গিয়ে কালঘাম ছুটছে নেট নাগরিকদের।
ছবির মধ্যেই দেখা যাচ্ছে পাইথনকে। কিন্তু কোথায়? খুঁজে বের করতে গেলে একটি কসরত করতে হবে আপনাকে। অগত্যা এই চ্যালেঞ্জের হাতে পরে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ছবিটি।
অস্ট্রেলিয়ার এক সংস্থা তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে ছবিটি। তাদের সাপ নিয়েই কারবার। সাপ খুঁজতে গিয়ে কালঘাম ছুটছে নেট নাগরিকদের।
ভাইরাল হওয়া ছবিটি একটি জঙ্গলের। ঘন জঙ্গল। গাছপালায় ঠাসা। তার মাঝেই ঝুলছে বিরাট পাইথন। জঙ্গলের মধ্যে মিশে গিয়েছে। ওই সংস্থার তরফে জানানো হয়েছে ছবিতে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা সাপটি কোস্টাল কার্পেট পাইথন।