New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-317.jpg)
এসি থেকে বেরিয়ে আসা ইঁদুরকে গিলে খেল সাপ, টানটান উত্তেজনার ভিডিও ভাইরাল
ভিডিও দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা।
এসি থেকে বেরিয়ে আসা ইঁদুরকে গিলে খেল সাপ, টানটান উত্তেজনার ভিডিও ভাইরাল
এসি থেকে বেরিয়ে আসা সাপ গিলে খেল ইঁদুরকে। তারপর ইঁদুরকে মুখে পুরে টেনে নিয়ে গেল ভিতরে। টানটান উত্তেজনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভয়ঙ্কর এই ভিডিওতে দেখা যাচ্ছে ঘরের এসি থেকে সাপ বেরিয়ে এসে ইঁদুরকে গিলে খাচ্ছে। ভিডিও দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা।
সাপ… নাম শুনলেই ভয় যেন তাড়া করে বেড়ায়। ভাবুন তো আপনি বাড়িতে বা অফিসে বসে রয়েছে আপনার এয়ার কন্ডিশনার (এসি) থেকে বেরিয়ে আসা বিষাক্ত সাপ দেখলে কী করবেন আপনি? এমনই ভয়ঙ্কর ঘটনার ভিডিও তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। ঘরের ভিতর একটি সাপ এসি থেকে বের হয়ে ইঁদুরটিকে মুখে টেনে ধরে এসির ভিতর চলে যায়।
এই ভিডিওটি @theanimal.empire পেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে একটি সাপ এয়ার কন্ডিশনারের ভিতর থেকে বেরিয়ে ইঁদুরটিকে ধরে তাকে এসির ভিতর টেনে নিয়ে যাচ্ছে।
ভিডিওটি কয়েক ঘন্টা আগে শেয়ার করা হয়েছিল এবং এখন পর্যন্ত এটি হাজার হাজার বার দেখা হয়েছে। ২হাজারের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। এই ভিডিওটি কোথা থেকে এসেছে তা জানা যায় নি।