Advertisment

সুপারফাস্ট ট্রেনের কামরায় দেখা মিলল বিষধর সাপের, চূড়ান্ত চাঞ্চল্য, দেখুন সেই মুহূর্তের ছবি  

চলন্ত ট্রেনের দরজার সামনে বিষাক্ত সাপকে দেখে আঁতকে ওঠেন ট্রেনে থাকা যাত্রীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
snake on a train, corn snake on a train,snake in train, snake on Shipley to Leeds tarin,snake slithering tarin,reptile,Ajab Gajab news, Shocking news, Weird news, OMG News, bizarre news, amazing news

চলন্ত ট্রেনের দরজার সামনে বিষাক্ত সাপকে দেখে আঁতকে ওঠেন ট্রেনে থাকা যাত্রীরা।

সুপারফাস্ট ট্রেনে আরামের জার্নির মধ্যেই হঠাৎ কামরার মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি বিষাক্ত সাপ।  এমন দৃশ্য কল্পনা করেও বুক কেঁপে উঠবে। যাত্রীদের সঙ্গে ঠিক এমনটাই ঘটেছে ব্রিটেনে। চলন্ত ট্রেনের দরজার সামনে বিষাক্ত সাপকে দেখে আঁতকে ওঠেন ট্রেনে থাকা যাত্রীরা। কামরায় তখন রীতিমত হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে দেন যাত্রীরা।

Advertisment

সোফি জনস্টোন নামে এক মহিলা যাত্রী টুইটারে সেই ছবি শেয়ার করে লিখেছেন, শিপলি থেকে লিডস পর্যন্ত ট্রেনে অদ্ভুত দৃশ্য। ট্রেনের কামরায় দেখা মেলে বিষধর সাপ। তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রচণ্ড গরমে নাজেহাল ব্রিটেন। চরম বিপাকে পড়েছেন মানুষজন থেকে পশুপাখিও।  

বন্যপ্রাণী পর্যবেক্ষণকারী সংস্থা আরএসপিসিএ বলেছে প্রচণ্ড গরমের কারণে সাপ বেশি বাইরে বের হচ্ছে। ট্রেনের ভয়ঙ্কর ছবিগুলিতে, একটি লাল এবং কমলা রঙের বিষধর সাপকে কামরায় ঘোরাফেরা করতে দেখা যায়।

viral
Advertisment