New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-198.jpg)
বুক জলে প্রি-ওয়েডিং শ্যুটে মত্ত দম্পতি, সামনে সাপ দেখেই কেলেঙ্কারি, লাইমলাইট চুরি করেই গায়েব
জলে নেমে ফটোশুট করতে দেখা যায়। হঠাৎ করেই বেরিয়ে আসে একটি সাপ। তারপর কী হল নিজেই দেখুন।
বুক জলে প্রি-ওয়েডিং শ্যুটে মত্ত দম্পতি, সামনে সাপ দেখেই কেলেঙ্কারি, লাইমলাইট চুরি করেই গায়েব
বিয়ের আগে প্রি-ওয়েডিং শ্যুট এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। শ্যুটের জন্য বেছে নেওয়া হয় সেরা লোকেশন। আবার অনেক সময় সকলের থেকে আলাদা রকমের কিছু করতে গিয়ে ঘটে যায় ভয়ঙ্কর বিপত্তিও। তেমনই এক প্রি-ওয়েডিং শ্যুটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে বর-কনেকে জলে নেমে ফটোশুট করতে দেখা যায়। হঠাৎ করেই বেরিয়ে আসে একটি সাপ। তারপর কী হল নিজেই দেখুন।
ভিডিওতে দেখা যাচ্ছে বর-কনে বেশ আনন্দে ফটোশুট করছিলেন যখন সেখানে একটি সাপ আসে। সেই দৃশ্য আপনার হুঁশ উড়িয়ে দেবে। সাপকে দেখে দিশাহীন হয়ে পড়েন বর-কনে দুজনেই। ক্যামেরাতে ধরা পড়েছে সেই দৃশ্য। দৃশ্যটি ছিল দেখার মতো। এর ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে দম্পতি নদীতে ফটোশুট করার সিদ্ধান্ত নিয়েছেন। এ আগে থেকে সব প্ল্যানিং সেরে রাখা হয়। ক্যামেরাম্যানের নির্দেশে দুজনেই জলে ঢুকে পোজ দিতে থাকেন। ক্যামেরাম্যানও ফটোশুটকে জমকালো করতে নতুন পদ্ধতি অবলম্বন করেন। হঠাৎ করেই সামনে একটি সাপকে দেখে বর-কনে থমকে যান।
ভিডিওটি parshu_kotame_photography150 এবং mayur_pathak_photography_150 নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে। বরাবরের মতো, নেটিজেনরাও এই বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। ভিডিওটি লক্ষাধিক লাইক ও ভিউও সংগ্রহ করেছে।