New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/3-LEAD-1.jpg)
গিরগিটি নিয়ে ভ্লগিং করছিলেন কন্যে। বাড়ির পাঁচিলের উপরেই নিশ্চিন্দে ছিল গিরগিটিটি। তবে সেই ভ্লগিংয়ের মাঝেই বিপত্তি বাঁধাল এক বেয়াড়া সাপ। সাপ বেরোতেই সেই কন্যে দৌঁড়ে পালিয়ে গেলেন মায়ের কাছে। অসমাপ্ত এই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওটিতে কোনো দিনক্ষণ জানা যায়নি। তবে দেখা যাচ্ছে, মালায়লম ভাষায় সেই মেয়েটি গিরগিটির বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের কথা জানাচ্ছেন। সেই গিরগিটি ছিল বাড়ির পাঁচিলে। সেই সময়েই একটি সাপ ভণ্ডুল করে পুরো বিষয়।
ক্যামেরাম্যান অবশ্য ভিডিও সঙ্গে সঙ্গে বন্ধ করেনি। রেকর্ডেড অংশে দেখা যাচ্ছে, মেয়েটি ছুটতে ছুটতে বলছে, "আমাচি! আমাচি! পাম্ব", (মা, মা, সাপ!)
সাপটি অবশ্য কোন প্রজাতির তা বোঝা যায়নি।