scorecardresearch

কোলে ঘুরে বেড়াচ্ছে বিশালাকার অজগর, মোবাইলে মগ্ন মহিলা, viral video দেখেই স্তম্ভিত নেটপাড়া

টুইটারে একটি ভয়ঙ্কর ভিডিও শেয়ার করা হয়েছে যা দেখে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছেন না সোশ্যাল মিডিয়া ইউজাররা।

woman with snakes, aurat ke saath saanp,snake video, snake viral video, snake trending video, python, python snake, giant python, giant snake, snake videos, snake viral videos, shocking video, viral videos, ajab gajab news, viral news, world news, omg news, amazing news, trending news, hatke khabar, khabren zara hatke, weird news"/

কোলে বিপজ্জনক সাপ…! মোবাইলে মগ্ন মহিলা। ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠলো নেটপাড়া। @WowTerrifying অ্যাকাউন্ট থেকে টুইটারে একটি ভয়ঙ্কর ভিডিও শেয়ার করা হয়েছে যা দেখে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছেন না সোশ্যাল মিডিয়া ইউজাররা।

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা বারান্দায় বসে রয়েছেন হাতে রয়েছে মোবাইল। মোবাইলে মগ্ন তিনি। কোলেই খেলার ছলে ঘুরে বেড়াচ্ছে বিশালাকার অজগর। ভিডিও দেখে একেবারে বাকরুদ্ধ সকলেই। অথচ মহিলার কোন হুঁশ নেই। তিনি মোবাইলেই মগ্ন।

ভাইরাল এই ভিডিওটি ঝড়ের বেগে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। মহিলার কোলে এমন ভয়ানক অজগর দেখে সকলেই শিউরে উঠেছেন। কয়েকলক্ষে ভিউ অজস্র লাইক ও কমেন্টে ভরে উঠেছে ভিডিওটি। অনেকেই কমেন্টে লিখেছেন, “দূরে থাকুন এবং বন্য প্রাণী সম্পর্কে সতর্ক থাকুন”।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Snake viral video