New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-35.jpg)
টুইটারে একটি ভয়ঙ্কর ভিডিও শেয়ার করা হয়েছে যা দেখে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছেন না সোশ্যাল মিডিয়া ইউজাররা।
কোলে বিপজ্জনক সাপ…! মোবাইলে মগ্ন মহিলা। ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠলো নেটপাড়া। @WowTerrifying অ্যাকাউন্ট থেকে টুইটারে একটি ভয়ঙ্কর ভিডিও শেয়ার করা হয়েছে যা দেখে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছেন না সোশ্যাল মিডিয়া ইউজাররা।
ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা বারান্দায় বসে রয়েছেন হাতে রয়েছে মোবাইল। মোবাইলে মগ্ন তিনি। কোলেই খেলার ছলে ঘুরে বেড়াচ্ছে বিশালাকার অজগর। ভিডিও দেখে একেবারে বাকরুদ্ধ সকলেই। অথচ মহিলার কোন হুঁশ নেই। তিনি মোবাইলেই মগ্ন।
I'm your friend.... for now pic.twitter.com/UCz1G11MFP
— Wow Terrifying (@WowTerrifying) March 3, 2023
ভাইরাল এই ভিডিওটি ঝড়ের বেগে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। মহিলার কোলে এমন ভয়ানক অজগর দেখে সকলেই শিউরে উঠেছেন। কয়েকলক্ষে ভিউ অজস্র লাইক ও কমেন্টে ভরে উঠেছে ভিডিওটি। অনেকেই কমেন্টে লিখেছেন, “দূরে থাকুন এবং বন্য প্রাণী সম্পর্কে সতর্ক থাকুন”।