New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-112.jpg)
কয়েক লাখ মানুষ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি নিয়ে মানুষের নানান প্রতিক্রিয়া আসছে।
বর্ষাকাল হামেশাই সাপের মতো সরীসৃপের আতঙ্ক যেন তাড়া করে বেড়াউ। বর্ষার দিনে সকলের সতর্ক থাকা দরকার। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে হুঁশ উড়েছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিওটি। এই ভিডিওটি দেখার পরে, আপনি চপ্পল করার আগে সাবধান হতে বাধ্য। অন্যথায় যে কোন সময়েই ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাত দিয়ে চপ্পল তুলতে গিয়ে যা দেখলেন তাতেই চক্ষু চড়কগাছে। চপ্পলের নীচ থেকে বেরিয়ে এল বিষাক্ত কেউটে। চপ্পলটি হাত দিয়ে তুলতেই সাপটি যুবককে ফণা তুলে তেড়ে যায়। এমন পরিস্থিতিতে বর্ষায় চোখ কান খোলা রাখতেই হবে।
এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। কয়েক লাখ মানুষ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি নিয়ে মানুষের নানান প্রতিক্রিয়া আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন, 'আমি না দেখেই চপ্পল পরি। ভবিষ্যতে সচেতন হতে হবে'। । একজন ব্যবহারকারী লিখেছেন যে 'ভিডিও পোস্ট করার জন্য ধন্যবাদ, আপনি মানুষকে সচেতন করেছেন'। অপর এক ইউজার লিখেছেন, সাপটিকে মারবেন না, জঙ্গলে ছেড়ে দিয়ে আসুন'।