New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-46.jpg)
সাধারণ মদের চেয়ে ৪ গুণ বেশি দামে বিক্রি হয় এই ওয়াইন।
সারা বিশ্বে মদ্যপ্রেমীদের সংখ্যা হাতে গুনে শেষ করা যাবে না। মদ্য প্রেমীদের এবার এক দারুণ খবর সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তোলপাড় ফেলেছে স্নেক ওয়াইন। দেখেই মাতাল হবেন আপনি।
আজ পর্যন্ত আপনি নিশ্চয়ই অনেক ধরনের মদ্য পান করেছেন, কিন্তু কখনও স্নেক ওয়াইন খেয়ে দেখেছেন? অধিকাংশ মানুষ স্নেক ওয়াইন দেখা তো দূরের কথা, নাম পর্যন্ত শোনেন নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্নেক ওয়াইন’ই এবার নেটদুনিয়ায় তোলপাড় ফেলেছে। বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় এই মদ। এই ওয়াইন সাধারণ ভাবে স্নেক ওয়াইন নামে পরিচিত। এটি প্রথমে চাল বা শস্য পচিয়ে থেকে তৈরি করা হয় এবং তারপর একটি জীবিত বা মৃত সাপকে ওয়াইনে ছেড়ে দেওয়া হয়।
অনেক ধরনের ওষুধও তৈরি হয় এই ওয়াইন থেকে। এই ওয়াইন চিনে খুব জনপ্রিয়। চিনের মানুষ এই ওয়াইন দারুণ পছন্দ করে। চিন ছাড়াও এটি উত্তর কোরিয়া, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, জাপান এবং কম্বোডিয়াতেও এই মদ খুব বিখ্যাত। এখন নিশ্চয়ই ভাবছেন মদের মধ্যে অবশ্যই সাপের বিষ আছে। ইথানলের মাধ্যমে বিষ একেবারে ঝেড়ে ফেলা হয়। এই ওয়াইন সেবনে অনেক রোগ থেকে মুক্তিও মেলে সহজে। চুল পড়া, কুষ্ট, অতিরিক্ত ঘাম এবং শুষ্ক ত্বক সহ অনেক রোগ থেকে চটজলদি মুক্তি মেলে এই ওয়াইনে এমনটাই দাবি প্রস্তুতকারক সংস্থার। ভিয়েতনাম ও থাইল্যান্ডে রাস্তার পাশে স্টলে এই ধরণের ওয়াইনের দেখা মিলবে। সাধারণ মদের চেয়ে ৪ গুণ বেশি দামে বিক্রি হয় এই মদ।