খাড়া ঢালে শিকার ধরতে মরিয়া চিতা, তুষার ঢাকা পাহাড়ে তোলপাড় ফেলা কাণ্ড হাড়হিম ভিডিও দেখে রীতিমত অবাক নেটিজেনরা। আজকাল সোশ্যাল মিডিয়ায় চিতাবাঘের শিকারের একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। যেখানে তাকে শিকারের সময় পাহাড়ের খাড়া ঢালে বেয়ে নেমে দ্রুত দৌড়াতে দেখা যায়। চিতার এই তেজ দেখে সবাই হতবাক।
সোশ্যাল মিডিয়ায় হামেশাই বন্যপ্রাণীদের নিয়ে নানান ভিডিও ভাইরাল হয়। নেটিজেনরা ওয়াইল্ড লাইফ ভিডিও দেখতে খুবই পছন্দ করেন। আসলে বন্য জীবন সকলেই আকর্ষণ করে। ভাইরাল হওয়া এই ভিডিওগুলির মধ্যে যেমন থাকে জঙ্গল সাফারির নানান রোমহর্ষক ভিডিও তেমনই থাকে শিকারের হাড়হিম ভিডিও।
সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তুষারে মোড়া পাহাড়ে খাঁড়া ঢাল বেয়ে চিতাকে শিকারের পিছনে প্রাণপণ দৌড়াতে দেখা যায়। চিতাবাঘটিকে খাঁড়া পাহাড়ের ঢাল পেরিয়ে পাথরের উপর দিয়ে খুব দ্রুত দৌড়ে তার শিকারকে তাড়া করতে দেখা যায়।
শেষে চিতাটি শিকার ধরতে সফল হয়। দ্য ওয়াইল্ড ইন্ডিয়া নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করণেয়েছে। যা পরে IFS অফিসার পারভীন কাসওয়ান রিটুইট করেন। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে এক লাখ ৫৭ হাজারের বেশি বার এবং লাইক পেয়েছে ৩ হাজারের বেশি।