Viral Dance Video: ব্যস্ত হাইওয়েতে বন্দুক হাতে রিল, শোরগোল ফেলা এই ভিডিও ঘিরেই শুরু জোর চর্চা

সামনে এল তরুণীর শোরগোল ফেলা এক ভিডিও। যাকে ঘিরে উত্তাল নেটদুনিয়া।

সামনে এল তরুণীর শোরগোল ফেলা এক ভিডিও। যাকে ঘিরে উত্তাল নেটদুনিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral video, YouTuber brandishes gun for Instagram reel, UP Police, Lucknow Police, viral post, trending, trending news, latest news, india"

ব্যস্ত হাইওয়েতে বন্দুক হাতে রিল

ব্যস্ত হাইওয়েতে বন্দুক হাতে রিল, সামনে এল তরুণীর শোরগোল ফেলা এক ভিডিও। যাকে ঘিরে উত্তাল নেটদুনিয়া।

Advertisment

আজকাল দিনে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার রিল ভিডিও আপলোড হয়। তরুণ প্রজন্মের একটা অংশ আজ রিলের নেশায় বুঁদ। অনেকের কাছে রিল বানানো এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যেন এক নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। নাচ, গান, স্টান্ট নানান ধরণের রিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেক সময় রিলের চক্করে নিজেদের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না তরুণ প্রজন্মের একটা অংশ। সম্প্রতি এক তরুণী বন্দুক হাতে নিয়ে হাইওয়েতে রিল বানাচ্ছেন। যার ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এমন ভিডিও কী আইনের লঙ্ঘন নয়? প্রশ্ন তুলে তরুণীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েন।

ভিডিওটিতে জনপ্রিয় ইউটিউবার সিমরান যাদবকে দেখা গিয়েছে। লখনউয়ের একটি হাইওয়েতে ভিডিওটি শুট করা হয়েছে বলে জানা গিয়েছে । এই ভিডিওটি আইনজীবী কল্যাণ চৌধুরীর এক্স-অ্যাকাউন্টে শেয়ার করে লখনউ পুলিশের নজরে এনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে লখনউয়ের একটি হাইওয়ের মাঝখানে ভোজপুরি গানে নাচছেন এক তরুণী। হাতে ধরা রয়েছে একটি পিস্তল। যেটি আকাশের দিকে তাক করা।

নেটিজেনরা ভিডিওটি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ইনস্টাগ্রামে সিমরান যাদবের 2.2 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। তার ইউটিউব চ্যানেলে 1.8 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

viral