Advertisment

"রেজাল্ট দেখার আগেই চলে এল আত্মীয়দের ফোন", মিম শেয়ারে সিবিএসই বোর্ডের পরীক্ষার্থীরা

অগত্যা পরীক্ষার্থীর ফোন না আসায় তারাই ফোন করে বসেছেন বলে সোশাল মিডিয়ায় জানিয়েছে পরীক্ষার্থীদের একাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মন্ত্রীর টুইটের পর জানা গেল প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল। সেভাবে আগাম কোনও বার্তা দেয়নি বোর্ড। সোমবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক তার টুইটার হ্যান্ডেলে সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশের খবর দেন। তিনি জানান, http://cbseresults.nic.in. এই লিঙ্কে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এদিন কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রী সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। কিন্তু বহু সময় কেটে যাওয়ার পরও কোনও সাইটেই রেজাল্ট দেখা যায় না। প্রতিটি সাইট খুলতে সমস্যা দেখা দেয়।

Advertisment

১২.৩০ পর রেজাল্ট দেখা যাবে বলে জানান মন্ত্রী কিন্তু বহুক্ষণ কেটে যাওয়ার পরও ফলাফল জানা যায়না। এদিকে আসতে শুরু করে আত্মীয় স্বজনের ফোন। নেট নাগরিকদের একাংশ জানাচ্ছেন, বোর্ড পরীক্ষার ফলাফল জানতে একটু বেশি আগ্রহী থাকেন আত্মীয়রা। অগত্যা পরীক্ষার্থীর ফোন না আসায় তারাই ফোন করে বসেছেন বলে সোশাল মিডিয়ায় জানিয়েছে পরীক্ষার্থীদের একাংশ। হাসির মিমের সঙ্গে তাদের মন্তব্য "রেজাল্ট দেখার আগেই চলে এল আত্মীয়দের ফোন"।

দেখুন প্রতিক্রিয়া...

বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ভিত্তিতে বাতিল পরীক্ষার নম্বর দেওয়া হয়েছে। আর যে সমস্ত শিক্ষার্থী প্রতিটি বিষয়ে পরীক্ষা দিতে পেরেছে, তাদের ফলাফল স্বাভাবিক মূল্যায়নের ভিত্তিতে ঘোষণা করা হয়েছে। যে শিক্ষার্থীরা তিনটির বেশি পরীক্ষায় অংশ নিয়েছে তাদের তিনটি বিষয়ের প্রাপ্ত গড় নম্বর বাতিল হয়ে যাওয়া পরীক্ষায় দেওয়া হয়েছে।

CBSE viral viral news
Advertisment