/indian-express-bangla/media/media_files/2024/12/23/SDz1oN8AN0fgOrWOidVk.jpg)
ক্যান্সারের কাছে হেরে গেল ভালবাসা Photograph: (ফাইল চিত্র)
Social Media Sensation Bibek Pangeni Died: সব কিছু চলছিল ঠিকঠাকই! হঠাৎ করেই ছন্দপতন। চলে গেলেন জীবনের সব চাইতে কাছের মানুষটি। এক মৃত্যু লাখো মানুষের চোখের কোণ ভিজিয়ে দিল। সোশ্যাল মিডিয়া 'সেনসেশন' বিবেক পাঙ্গেনির মৃত্যুতে 'ছিন্নভিন্ন' স্ত্রী শ্রীজানা। দু'জন দুজনের কাছে ছিলেন এক অবিচ্ছিন্ন আত্মা।
প্রিয়জনকে হারানোর যন্ত্রণা কতটা যন্ত্রণার তা একমাত্র তিনিই জানেন, যিনি তাঁর কাছের মানুষকে হারিয়েছেন। সারাটা জীবন একসঙ্গে থাকার কথা ছিল। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে মাত্র ৩৬ বছর বয়সেই থেমে গেল বিবেক পাঙ্গেনির জীবন। অমৃতলোকে পাড়ি দিলেন তিনি।
স্টেজ-৩ ব্রেন ক্যান্সার ধরা পড়ার আগের মুহূর্তে তাঁদের চোখে ছিল হাজারো স্বপ্ন। ভালোবাসায় দুটি দেহ ছিল এক আত্মার মতো। কিন্তু বিবেকের বিদায়ের যন্ত্রণা কিছুতেই মেনে নিতে পারছেন না শ্রীজানা। সেই সঙ্গে নেটদুনিয়ার চোখেও জল। প্রেমের গল্পের এই করুণ পরিণতি আপনার চোখেও জল এনে দেবে।
ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার প্রয়াত হন বিবেক। তিনি জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে পিএইচডি করছিলেন। ২০২৩ সালে তিনি স্টেজ থ্রি ক্যান্সারে আক্রান্ত হন। এরপর শ্রীজানা সবকিছু ছেড়ে স্বামীকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালান। কিন্তু হেরে গেলেন তিনি। হারল আরও এক প্রেমের কাহিনী। এই ভালবাসা সমাজের কাছে উদাহরণ হয়ে থাকবে।
অনাবিল সুখ, সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন! বছরের প্রথম দিনেই করুন এই বিশেষ কাজ
বিবেক-শ্রীজানার প্রেম কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিবেকের মৃত্যুতে মন খারাপ নেটদুনিয়ার। শ্রীজানা ও বিবেকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে, যেখানে সুস্থ বিবেক ও ক্যান্সার আক্রান্ত হওয়ার পর তাঁর যন্ত্রণা ফুটে উঠেছে। শ্রীজানা তাঁর চিকিৎসায় কোনো কসরত রাখেননি। কঠিন সময়ে সবসময়ে চেষ্টা করেছেন স্বামীকে সুস্থ করে তোলার। প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেছিলেন।
চিকিৎসার কারণে যখন বিবেককে চুল কাটতে হয়, তখন শ্রীজানাও তাঁর লম্বা চুল ছেঁটে ফেলেছিলেন। হাসপাতালের বিছানায় অসুস্থ স্বামীকে নিজের হাতে খাওয়ানো থেকে জন্মদিন উদযাপন সব সময়ই তিনি কঠিন সময়ে স্বামীর পাশে থেকে তাঁকে জীবনের ছোট ছোট খুশি উপহার দিয়েছিলেন। স্ত্রীর এমন ভালবাসায় বিবেকের চোখও ভিজে গিয়েছিল বহুবার।