New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-166.jpg)
ভিডিওটি দেখেছেন ১৪ লাখ মানুষ।
পাহাড়ের মাঝে দোল খেতে গিয়ে নেমে এল চরম পরিণতি। ভয়ঙ্কর ভিডিও দেখে গা শিউরে উঠবে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কীভাবে এক ব্যক্তি দোলনার পিছন থেকে দোলনায় বসা ২ মহিলাকে পিছন থেকে ধাক্কা দিচ্ছেন। মুহূর্তের অসাবধানতায় নেমে এল চরম বিপদ। হাড়হিম করা ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। হঠাৎ করেই সেটি একটি পিলারে ধাক্কা খেয়ে ভারসাম্য হারিয়ে ফেলে ফলে উভয় মহিলাই খাদে পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় মানুষ এই ভিডিওটি দেখে শিউরে উঠেছেন।
— Out of Context Human Race (@NoContextHumans) June 19, 2023
এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন NoContextHumans নামের একজন ব্যবহারকারী। খবর লেখা পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন ১৪ লাখ মানুষ। একই সঙ্গে এই ভিডিও নিয়ে অনেকের মন্তব্যও দেখা যাচ্ছে। মন্তব্য করার সময় একজন ব্যবহারকারী লিখেছেন- দুজনের কী অবস্থা। মন্তব্য করতে গিয়ে আরেক ব্যবহারকারী লিখেছেন- খুবই ভয়ঙ্কর ভিডিও।