গল্ফ বল নিয়ে খেলছে পাখি, যা দেখে উন্মত্ত নেটদুনিয়া

নেটিজেনদের বেশ কিছুজন ভিডিওর প্রথমে ডিম ভেবে ভুল করেছেন। অবশ্য ভিডিও শেষে সেই ভুল ভাঙিয়ে দেয় পাখি নিজেই।

নেটিজেনদের বেশ কিছুজন ভিডিওর প্রথমে ডিম ভেবে ভুল করেছেন। অবশ্য ভিডিও শেষে সেই ভুল ভাঙিয়ে দেয় পাখি নিজেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মাঠ ভরে পরে রয়েছে গল্ফ খেলার বল। এক পাখি হঠাৎই মাঠের থেকে ঠোঁটে করে একটি বল তুলে মাঠের মধ্যে ছুঁড়ে ফেলে। তারপর সেই বলকে ড্রপ খেতে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় পাখিটি। আর সেই পাখির কাণ্ডকারখানা ক্যামেরা বন্দি করা হয়।

Advertisment

সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার দোরগড়ায় আশা মাত্রই অগত্যা ভাইরাল। যা মন কেড়েছে নেটিজেনদের।তবে নেটিজেনদের বেশ কিছুজন ভিডিওর প্রথমে বল গুলোকে ডিম ভেবে ভুল করেছেন। কেউ বলছেন পাখিটি খেলতে চাইছে বলটি নিয়ে। কেউ বলছেন, আসলে সেটিকে ডিম ভেবে খেতে চাইছে। অবশ্য ভিডিও শেষে সেই ভুল ভাঙিয়ে দেয় পাখি নিজেই।

Advertisment

১৫ সেকেন্ডের এই ভিডিও-র  ইতিমধ্যে ভিউ ছাড়িয়েছে ২.৯ মিলিয়ান ।

viral