New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/cats-33.jpg)
ভাইরাল এই পদত্যাগ পত্র
ভাইরাল এই পদত্যাগ পত্র
চাকরি করতে করতে বিরক্ত লাগছে? বসের সঙ্গে একেবারে খাপ খাচ্ছে না! ভাবছেন চাকরি টা ছেড়েই দেবেন? তবে এই খবর আপনারই জন্য। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে পদত্যাগ পত্র। যা দেখে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। জানেন মাত্র তিনটি শব্দেই অফিসের সঙ্গে সম্পর্ক শেষ করে দিতে চলেছেন এক ব্যক্তি। কী সেই তিন শব্দ? ‘বাই বাই স্যার’। এমনই এক অবাক করা পদত্যাগ পত্র তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
সোশ্যাল মিডিয়া প্রতিদিন হাজার হাজার মজার সামগ্রী ভাইরাল হয়ে থাকে। তার মধ্যে কোন কোন টি আমাদের নজরে আসে কোনটি আসেনা। হাজারো ভাইরাল কনটেন্টের মধ্যে যেটা এখন আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় তা হল এই পদত্যাগ পত্রের ছবি। যে ছবি ভাইরাল হতেই তাতে ২ লক্ষের বেশি লাইক এবং ৫০ হাজারের বেশি রি টুইট হয়েছে।
আরও পড়ুন: <১৫ হাজার ফুট উঁচু পাহাড়ের কোলে ‘লেটার বক্স’ আকৃতির পোস্ট অফিস! দেখুন ভিডিও>
Simple. pic.twitter.com/JLGkqzVbP2
— Maphanga Mbuso (@MBSVUDU) June 12, 2022
@MBSVUDU অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে এই পদত্যাগ পত্রের ছবি। যা শেয়ার হতেই নিমেষেই ভাইরাল হয়েছে। অনেকেই এমন মজার পদত্যাগ পত্র দেখে অবাকই হয়েছেন। কেউ কেউ আবার মজার মন্তব্যও করেছেন। সব মিলিয়ে দারুণ ট্রেন্ডি পদত্যাগ পত্রের এই ছবি।