scorecardresearch

বাবার স্বপ্নপূরণে প্রাণপাত ছেলের, বাধভাঙা উল্লাসে মাতল নেটপাড়া 

বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রাণপাত ছেলের

viral video, trending video, trending, viral, father son video, father dream gift, bike, bike gift, son surprises father, son gifts father, Father and son, Gift giving, Surprise, Emotional reaction, Heartwarming Viral video, Family bonding, Dream gift, Father's birthday, Bike

শিশুরা যখন বড় হয়, তারা তাদের মা-বাবারা শিশুদের অপূর্ণ স্বপ্ন পূরণের চেষ্টা করে। কখনও কখনও, বাবা-মা তাদের সন্তানদের ভালভাবে লালনপালন করতে নিজেদের স্বপ্নকে একপাশে রেখে দেন। পরিবর্তে সন্তানদের থেকে মা-বাবা সেভাবে কোন কিছুই আশা করেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাবার স্বপ্ন পূরণ করছে ছেলে। দাম বেশি হওয়ায় বাবা কিনতে পারেননি সখের বাইক। বাবার জন্মদিনে ছেলে তাঁকে তাঁর স্বপ্নের বাইকটি উপহার দিয়ে তার বাবার স্বপ্ন পূরণ করে। ভিডিওটি মন ছুঁয়ে যায় নেটিজেনদের।

সম্প্রতি ইনস্টাগ্রামে এই ভিডিওটি ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে ছেলে তার বাবাকে তার ‘স্বপ্নের বাইক’ উপহার দিয়ে চমকে দিয়েছে। ভিডিওটি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী “@usidbodypro”। ভিডিওতে দেখা যাচ্ছে, ছেলে তার বাবাকে সারপ্রাইজ হিসেবে একটি নতুন বাইক দেওয়ার সঙ্গে সঙ্গেতিনি আনন্দে মেতে ওঠেন এবং বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। বাবার প্রতিক্রিয়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন ভাইরাল।  

পোস্টের ক্যাপশনে ওই ব্যক্তি জানিয়েছেন, ছেলের সঙ্গে তিনি যখন বাইকের শো-রুমে গিয়েছিলেন, তখন তার বাবা সেখানে একটি বাইক পছন্দ করেন। তবে একটু দামি হওয়ায় তিনি সেটি কিনতে পারেননি। তাই বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তার ছেলে এক বছর পর বাইকটি বাবাকে উপহার দেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “এমনই একটি বাইকের আগের একটি মডেল বাবা চালাতেন, বাবাকে এই উপহার দিতে পেরে আমি খুশি। আমি ভেবেছিলাম এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না।”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Son surprises his father with his dream bike heart touching emotional viral video