Advertisment

Viral video: মা-বাবাকে ফরেন ট্রিপ উপহার ছেলের, আবেগঘন ভিডিও চোখে জল আনবে!

প্রত্যেক বাবা-মার তাদের সন্তানদের নিয়ে হাজারো স্বপ্ন থাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
international trip, Parents international trip, Mother father story, Emotional video, Heart touching video, viral videos, trending videos, trending news,

প্রত্যেক বাবা-মার তাদের সন্তানদের নিয়ে হাজারো স্বপ্ন থাকে।

মা-বাবাকে ফরেন ট্রিপ উপহার ছেলের। এমন উপহার ছেলের কাছ থেকে পেয়ে চোখ মুখে খুশি ধরা পড়ে দম্পতির। এমনই এক আবেগঘন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

প্রতিটি বাবা-মা সন্তানকে মানুষ করতে প্রাণপাত করেন। সন্তানের খুশিতে যেমন মা-বাবা যেমন আনন্দিত হন তেমনই ছেলের ব্যার্থতা তাঁদের কাঁদায়। মা-বাবার সঙ্গে ছেলে-মেয়ের সম্পর্ক ভাষায় প্রকাশ করা কঠিন। এমনই এক সুন্দর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে বাবা-মাকে প্রথমবারের মতো ফরেন ট্রিপে নিয়ে যেতে দেখা যাচ্ছে ছেলেকে। বাবা-মা কোথায় যাচ্ছেন তা তাঁরা আগের মুহূর্তেও জানতেন না। পরে বিমানবন্দরে বিষয়টি জানাজানি হলে তাদের আনন্দ ধরা পড়ে চোখে মুখে।

প্রত্যেক বাবা-মার তাদের সন্তানদের নিয়ে হাজারো স্বপ্ন থাকে। সন্তানকে মানুষ করতে নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য হাসি মুখে বিসর্জন দেয় তাঁরা। পরে যখন সন্তানের থেকে কিছু উপহার পান বাবা-মা তখন তাঁদের খুশি হয় সীমাহীন। আজকাল এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। যা দেখলে হয়তো আপনার চোখেও জল আসবে। আসলে, এই ভিডিওতে সন্তানকে তার বাবা-মাকে প্রথমবারের মতো আন্তর্জাতিক সফরে নিয়ে যেতে দেখা যাচ্ছে। বাবা-মাকে সিঙ্গাপুরে বেড়াতে নিয়ে যাচ্ছে ছেলে বিবেক।

বিবেক নিজেই এই আবেগঘন ভিডিওটি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, ভিডিওটি পর্যন্ত ৩.৭ মিলিয়ন বা ৩৭ লাখ বার দেখা হয়েছে, অন্যদিকে সাড়ে তিন লাখেরও বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছে।

একই সঙ্গে ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও দিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'যতই আমরা বড় হয়ে টাকা উপার্জন শুরু করি, আমরা সকলেই এই মুহুর্তটির জন্য আমরা অপেক্ষা করি। অপর একজন লিখেছেন ঈশ্বর আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুন', অপর একজন ব্যবহারকারী লিখেছেন যে 'এই দৃশ্যটি দেখে আমার চোখে জল এসেছিল'।

viral
Advertisment