করোনার কঠিন সময়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের গাড়িতে করে বাড়ি পাঠানো হোক বা খাবার পৌঁছে দেওয়া। সোনু এখন জনতার নয়নের মণি। সোশ্যাল মিডিয়ায় নিজের কাজের জন্য এতটাই জনপ্রিয়তা অর্জন করেছেন সোনু যে ভারত রত্ন দেওয়ার দাবিও উঠে গিয়েছে।
এমন অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনু সুদের একটি ছবি ভাইরাল হয়েছে। নব্বইয়ের দশকের শেষ দিকে সোনু সুদ নিয়মিত মুম্বাইয়ের লোকাল ট্রেনের যাত্রী ছিলেন। মুম্বইয়ের বরিভলি থেকে চার্চগেট পর্যন্ত মাসিক ২৪৪ টাকা ভাড়ার বিনিময়ে নিয়মিত যাতায়াত করতেন। মান্থলি সেই ট্রেন টিকিটই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
অরবিন্দ পান্ডে নামক একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সম্প্রতি ১৯৯৮ সালের সেই টিকিট পাসের ছবি শেয়ার করেছেন তাঁর টুইটার একাউন্টের মাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, "যে নিজে বাস্তবে কঠিন লড়াই চালিয়েছে, সেই কেবলমাত্র অন্যের যন্ত্রণা উপলব্ধি করতে পারবে।" সেই সময়ে সোনু সুদ ছিলেন ২৪ বছরের এক যুবক। সেই টুইট আপাতত ঝড় তুলে দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় নিজের ফেলে আসা পুরোনো জীবনের ছবি ও মান্থলি পাস নজরে এসেছে সোনুরও। তিনি সেই পোস্ট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "জীবন এক গোলাকার বৃত্তের মতো।"
কিছুদিন আগেই সোনু জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে না দেওয়া পর্যন্ত তার শান্তি নেই। নিজের ফোনের ভিডিও শেয়ার করে দাবাং অভিনেতা জানিয়েছিলেন, তাঁর ফোন কিভাবে কল ও মেসেজে ভরে উঠছে। সেই ভিডিওতেই একজন প্রশ্ন করেছিলেন, সারাক্ষন ফোন বাজার পরে কীভাবে ঘুমান তিনি। জবাবে সোনু জানিয়েছেন, যতক্ষন না পর্যন্ত পরিযায়ী শ্রমিকরা বাড়ি পৌঁছাচ্ছেন, ততদিন তিনি ঘুমাতে পারবেন না।
সোনু সুদ বিপদ কালে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ। পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন, এমন খবর প্রতিদিনই পাওয়া যাচ্ছে। একের পর এক বাসের ব্যবস্থা করে শ্রমিকদের কখনও মহারাষ্ট্র থেকে কর্ণাটক আবার কখনও মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে নিজেদের বাড়িতে নিরাপদে পৌঁছে দিচ্ছেন তিনি। বাড়িতে পৌঁছে দেওয়ার পাশাপাশি সোনু শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থাও করছেন। তিনি সমাজকর্মী নীতি গোয়েলের সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ করছেন। যে প্রজেক্ট এর পোশাকি নাম ‘ঘর ভেজো অভিযান’।
শুধু তাইই নয়, সোনু এর আগে পাঞ্জাবে চিকিৎসকদের ১৫০০ পিপিই কিট দিয়েছেন। ভিন্দওয়ানি এলাকায় হাজার হাজার দুস্থ মানুষের খাবারের বার বহন করে চলেছেন তিনি। সোনুর কাজের প্রশংসা করেছেন বলিউডের প্রায় সমস্ত প্রথম সারির তারকারা।