উত্তর প্রদেশের যুবকের প্রেমে পড়লেন এক কোরিয়ান তরুণী। আর সেই প্রেমের টানে দেশ ছেড়ে ভারতে এসে তাকে বিয়েও করেন ওই তরুণী। শচিনের প্রেমে হাবুডুবু সীমার প্রেমকাহিনী সকলেরই জানা। আবার পাক যুবকের প্রেমে পড়ে ভারতেরও অঞ্জুও পাড়ি দিয়েছে পাকিস্তানে। চারিদিকে এখন যেন ভালবাসারই মরশুম। এর মাঝেই সর্বশেষ নির্দশন কোরিয়ান এক তরুণী ভালবেসে বিয়ে করেন উত্তরপ্রদেশের এক যুবককে। আর প্রেমের টানে ভাসতে ভাসতে সুদূর দক্ষিণ কোরিয়া থেকে ভারতে এসে বিয়েও সারেন ওই তরুণী। তাদের প্রেমকাহিনী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে কাজের সন্ধানে বেশ কয়েক বছর আগে দক্ষিন কোরিয়ায় যান শাহজাহানপুরের সুখজিৎ সিং। সেখানে এক ক্যাফেতে কাজ জুটিয়ে নিয়ে সেখানেই থাকতে শুরু করেন। এরপরই ক্যাফে থেকেই পরিচয় কোরিয়ান তরুণী কিম বো নির। তিনিও ওই ক্যাফেতেই কাজ করতেন। এরপরই গড়ে ওঠে বন্ধুত্ব। তারপর প্রেম। দু’জন দু’জনকে বিয়ের প্রতিশ্রুতিও দেন। কিন্তু হঠাৎ করে বিশেষ প্রয়োজনে দেশে ফিরে আসতে বাধ্য হন সুখজিৎ। কাছের মানুষকে ছেড়ে থাকা আর সম্ভব হচ্ছিল না কোরিয়ান ওই তরুণীর পক্ষে।
অবশেষে প্রেমে সাহায্যের হাত বাড়িয়ে দেন এক বন্ধু। তার সাহায্যে দিল্লি হয়ে সোজা শাহজাহানপুরের সুখজিৎ-এর বাড়িতে এসে হাজির হন ওই কোরিয়ান তরুণী। প্রেমিকাকে চোখের সামনে দেখে আহ্লাদে আটখানা সুখজিৎ। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে গত তিন দিন দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভারতীয় গাঁয়ে বিদেশিনী বৌমা পেয়ে খুশিতে ভাসছে গোটা গ্রাম।