Advertisment

Cell phone catches fire on Southwest plane: স্মার্টফোনের ব্যাটারি থেকে আগুন, বিমানের মধ্যেই চরম আতঙ্ক! দেখুন সেই মুহূর্তের ভিডিও

Cell phone catches fire on Southwest plane: বিমান কর্মীদের সাবধানতা অবলম্বনের কারণে বিমানের বহু যাত্রীর প্রাণ রক্ষা পেল। শুক্রবার এমনই এক ঘটনার সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া।

author-image
IE Bangla Tech Desk
New Update
Southwest Airlines

স্মার্টফোনের ব্যাটারি থেকে আগুন, বিমানের মধ্যেই চরম আতঙ্ক!

Cell phone catches fire on Southwest plane: বিমান যাত্রা অনেকটা সময় বাঁচালেও সুরক্ষার ক্ষেত্রে সেখানে কড়া বিধি মেনে চলা হয়। কোন একটি সামান্য ভুলের জন্য মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়তে পারে। আর এই জন্য যাত্রী ও বিমান কর্মীদের সব সময় সতর্ক থাকতে হয়। সম্প্রতি বিমান কর্মীদের সাবধানতা অবলম্বনের কারণে  বিমানের বহু যাত্রীর প্রাণ রক্ষা পেল। শুক্রবার এমনই এক ঘটনার সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া। জানা গিয়েছে, বিমান উড়ার কিছু সময় আগে এক  যাত্রীর ফোনের ব্যাটারি থেকে স্মার্টফোনে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে বিমানের আসনেও। এরপরই যাত্রীদের বিমান ছেড়ে জরুরি ইমার্জেন্সি গেট দিয়ে বাইরে যাওয়ার নির্দেশ দেন বিমান কর্মীরা।

Advertisment

এই কান্ডের জেরে ডেনভার থেকে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের বিমানের সকল সকল যাত্রীদের তড়িঘড়ি সরিয়ে নেওয়া হয়। জানা গিয়েছে, বোয়িং 737-700 বিমানটি ১০৮ জন যাত্রী নিয়ে সবে উড়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় ঘটনাটি ঘটে ডেনভার  আন্তর্জাতিক বিমানবন্দরে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং  এয়ারলাইন অনুসারে, সকল যাত্রীদের নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে।

মাত্র ৩০ মিনিটে দিল্লি থেকে আমেরিকা..! 

প্রাথমিক রিপোর্টে অনুসারে জানা গিয়েছে গোটা ঘটনায় একজন যাত্রীর সামান্য আঘাত লাগে  এবং যে যাত্রীর ফোনে আগুন লাগার ঘটনা ঘটে, তিনিও সামান্য আহত হন। ক্রু মেম্বাররা দ্রুত আসনের আগুন নেভাতে সক্ষম হয়েছেন। ঘটনার তদন্ত চলছে। FlightAware-এর তথ্য অনুসারে, বিমানটি  হিউস্টনের উইলিয়াম পি. হবি বিমানবন্দরে বিমানটি নির্ধারিত সময়ের প্রায় তিন ঘন্টা দেরিতে পৌঁছায় ।

viral
Advertisment