Advertisment

লাল ধোঁয়া ধেয়ে আসছে মাটিতে, 'ওটা কি ইউ এফ ও'?

১০ থেকে ২০ মিনিট স্থির ছিল মাঝ আকাশে, তারপরই ভ্যানিস...

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আকাশে ওটা কী? ইউএফও? নাকি চলছে মহাকাশ যুদ্ধ? এই প্রশ্নেই ভাইরাল ছবি। মহাজাগতিক রোমাঞ্চকর রহস্য উদঘাটনে ব্যস্ত হয়ে উঠেছেন নেট নাগরিকরা।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝ আকাশে লাল রঙের গাঢ় ধোঁয়া। যা মাটির দিকে ধেঁয়ে আসছে।

ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদন অনুসারে প্রথম দেখেন স্ট্রিথাম ক্যানেল বোর্ডের বাসিন্দা গেরি আন্ডারউড। তিনি ডেইলি মেইলকে জানিয়েছেন, ১০ থেকে ২০ মিনিট স্থির ছিল মাঝ আকাশে।

এরপরই, সোশাল মিডিয়ায় এই নিয়ে জোর চর্চা শুরু হয়। কেউ কেউ আবার জানিয়েছে স্পেস যুদ্ধ হতে পারে। ১৯৭০ সালে নাকি এমনটা দেখা গিয়েছিল।

তবে মহাকাশ বিজ্ঞানীদের মতে এয়ারক্রাফ্ট ভেঙে পড়তে পারে, বা এয়ারক্রাফ্ট থেকে নির্গত ধোঁয়া হতে পারে। যেটি জমাট বেঁধে ছিল। যার উপর সূর্যে আলো এসে পরেছে।

Read the full story in English

viral
Advertisment