বয়কট করতে হবে 'চাইনিজ ফুড এবং রেস্টুরেন্ট'?

বয়কট করুন চাইনিজ ফুড এবং চাইনিজ রেস্ট্ররেন্ট। যা নিয়ে মশকরা শুরু হয়েছে ইন্টারেনেটে।

বয়কট করুন চাইনিজ ফুড এবং চাইনিজ রেস্ট্ররেন্ট। যা নিয়ে মশকরা শুরু হয়েছে ইন্টারেনেটে।

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা ভাইরাল খবর: বয়কট করতে হবে ‘চাইনিজ ফুড এবং রেস্টুরেন্ট’?

লাদাখ সীমান্তে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর এখনও অশান্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। সেই আবহে উত্তপ্ত দেশের ব্যবসায়িক ক্ষেত্রও। চিনের এহেন আগ্রাসনের জেরে ভারতে চিনের একচেটিয়া ব্যবসা বন্ধ করতে নেওয়া হচ্ছে প্রাথমিক কিছু পদক্ষেপ। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে বলেন, বয়কট করুন চাইনিজ ফুড এবং চাইনিজ রেস্টুরেন্ট। যা নিয়ে মসকরা শুরু হয়েছে ইন্টারেনেটে।

Advertisment

একটি টুইটে আটওয়ালে হিন্দিতে লিখেছেন, “চীন এমন একটি দেশ যা বিশ্বাসঘাতকতা করে। ভারতের উচিত চীনের সমস্ত পণ্য বর্জন করা। চাইনিজ খাবার এবং এটি বিক্রি হওয়া হোটেলগুলি বন্ধ করা উচিত। "

Advertisment

তবে, সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে উপহাস এবং রসিকতায় মেতেছে। অনেকে জানিয়েছেন, যে ভারতীরা চাইনিজদের খাবার ভারতে তৈরি করে এবং বয়কট করলে নিজেদেরই ক্ষতি হবে। এছাড়াও অনেকে উল্লেখ করেছেন যে এখানে যে চিনা খাবার উপভোগ করা হয়েছে তার সঙ্গে চীনে খাওয়া খাবারের কোনো সম্পর্ক নেই।

Read the full story in English

viral viral news