Advertisment

ভয়ঙ্কর! কুসংস্কারের গ্রহণ, পুঁতে রাখা হল দশ শিশুকে

নিজের সন্তানের রোগ সারাতে তাঁকে পুঁতে দেয় মাটির তলার। বাইরে থাকে শুধু মাথাটি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ডিজিটাল ইন্ডিয়াতেও সূর্যগ্রহণের কুসংস্কারের কালো ছায়া রাজ করছে ভারতবর্ষে। বলয়গ্রাস সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লাইভ সম্প্রচারে যখন দেশের একাংশ ব্যস্ত, তখন কর্ণাটকের তাজসুলতালপুর শহরে বাজছে কুসংস্কারের দামামা। যে খবর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পরা মাত্রই অবাক হয়েছে নেট নাগরিকরা।

Advertisment

নিজের সন্তানের রোগ সারাতে তাঁকে পুঁতে দেয় মাটির তলার। বাইরে থাকে শুধু মাথাটি। সূর্যগ্রহণের সময় ছিল প্রায় ঘণ্টা তিনেক। ঠিক যতক্ষণ সূর্যগ্রহণ চলে ততক্ষণই সেই বিশেষভাবে সক্ষম শিশুকে মাটিতে নির্মম ভাবে পুঁতে রাখা হয়। বাবা মায়ের আশাছিল এমনটা করলেই সেরে উঠবে তাদের সন্তান। একইভাবে দশজন শিশুকে ওই এলাকায় পুঁতে রাখা হয়।

খবর জানাজানি হতেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় কলবুর্গির ডেপুটি কমিশনার বি শরৎ। তিনি জানিয়েছন, খবর পেয়েই এলাকায় পাঠানো হয় পুলিশ। এরপর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।একইভাবে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে খবর। সম্প্রতি এই ধরনের কুসংস্কার দূর করতে জেলা প্রশাসক সচেতনতামূলক প্রচারের সিদ্ধান্ত নিয়েছে।

viral
Advertisment