প্রতিবন্ধকতাকে হারিয়ে মেয়ের খুশিতে প্রাণপাত, মঞ্চ ভাগ করে নাচ বিশেষভাবে সক্ষম বাবার

ভিডিওটি লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

ভিডিওটি লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

author-image
IE Bangla Web Desk
New Update
specially-abled father

সন্তানের খুশির কাছে প্রতিবন্ধকতা কখনও বাঁধা হয়ে দাঁড়ায় না। মেয়ের স্কুলের অনুষ্ঠানে মেয়েকে আনন্দ দিতে মঞ্চে মেয়ের সঙ্গেই নাচ বিশেষ ভাবে সক্ষম বাবার। এই ভিডিও আপনার মন জয় করবেই। যে কোন বাবার কাছে তার মেয়ে রাজকন্যা। আর সেই রাজকন্যার খুশির জন্য নিজের প্রাণপাত করতেই পিছপা হন না বাবা। এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় সকলের চোখে জল এনেছে। মেয়ের স্কুলের এক অনুষ্ঠানে মেয়ের সঙ্গে নেচে মঞ্চ শেয়ার করলেন বিশেষ ভাবে সক্ষম বাবা। ভিডিও দেখে আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওটি দ্য ফিগেন টুইটারে শেয়ার করেছেন। ক্লিপটিতে, বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে মেয়ের স্কুলের একটি অনুষ্ঠানে মেয়ের সঙ্গে নাচতে দেখা যায়। মঞ্চে অন্যান্য অভিভাবকরাও তাদের মেয়েদের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন। তবে সবার নজর গিয়ে পড়ল সেই প্রতিবন্ধী বাবার ওপর যিনি নিজের মেয়ের খুশির জন্য প্রতিবন্ধকতাকে হারিয়ে অনুষ্ঠান মঞ্চে মেয়ের সঙ্গেই নেচেছেন। পোস্টের ক্যাপশনে লেখা “প্রতিবন্ধকতা সত্ত্বেও, বাবা তার মেয়ের আনন্দের জন্য কোন অজুহাত দেননি," ।

Advertisment

ভিডিওটি লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অজস্র মন্তব্যে ভরে উঠেছে এই আবেগঘন ভিডিওটি। এক ব্যবহারকারী লিখেছেন, ‘আপনিই রিয়েল হিরো, যিনি মেয়ের খুশির জন্য প্রতিবন্ধকতাকে হারিয়েছেন’।

Viral Video