/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-174.jpg)
এক হাতে ক্রাচ, অন্যহাতে একটি ভ্যানরিকশা টেনে নিয়ে যাচ্ছেন বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি। ভিডিওটি অনলাইনের শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। পেটের তাগিদে এক শারীরিক ভাবে অক্ষম এক ব্যক্তির এমন পরিশ্রম দেখে চোখে জল আসতে বাধ্য। ভিডিওটি অনলাইনে ভাইরাল হচ্ছে।
ভাইরাল এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন আমির খান নামের এক ব্যবহারকারী। ১১ সেকেন্ডের ক্লিপটিতে, একজন শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিকে এক ক্রাচ এবং অন্য হাতে হাতে কাপড় বোঝাই একটি ভারী ভ্যান রিকশা টানতে দেখা যায়। ঠিক করে হাঁটতে পারছিলেন না তিনি। তাও পেটের তাগিদে হাড়ভাঙা পরিশ্রম করছেন তিনি।
जीना है गर कुछ प्रयास तो करना होगा
स्वर्ग देखना है तो खुद को मारना होगाhttps://t.co/PwsFvru9b7pic.twitter.com/PLzGJd3YdG— Aamir Khan ₚₐᵣₒdy (@AamirKhanfa) January 17, 2023
ভিডিওটি অনলাইনে শেয়ার করার পর থেকে 161,000 বার দেখা হয়েছে৷ টুইটার ব্যবহারকারীরা কমেন্টে এই ব্যক্তির সহনশীলতাকে কুর্নিশ জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "স্যালুট।" অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এনার মনের জোরকে কুর্নিশ’ ।