Advertisment

লক্ষ্য যখন IAS, হুইল চেয়ার সিঙ্গারা বেচেই স্বপ্নপূরণের অঙ্গীকার, ভিডিও ভাইরাল

ভিডিওটি পোস্ট করার পর থেকে এটি প্রায় ৪৫ হাজার লাইকের পাশাপাশি অনেকেই ক্লিপটিতে তাদের মতামত তুলে ধরেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
specially abled man sells samosa,food cart,specially abled man,Nagpur,Science,samosa

ভিডিওটি পোস্ট করার পর থেকে এটি প্রায় ৪৫ হাজার লাইকের পাশাপাশি অনেকেই ক্লিপটিতে তাদের মতামত তুলে ধরেছেন।

লক্ষ্য যখন আইএএস, তখন সব বাঁধা দূরে ঠেলে হুইল চেয়ারে বসে সিঙ্গারা বেঁচেই স্বপ্নপূরণের পথে নাগপুরের এক বিশেষভাবে সক্ষম যুবক। তার এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জীবনে লক্ষ্য অর্জনের জন্য হাল না ছেড়ে লড়াইয়ের নানান কাহিনী এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি যে যুবক সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছেন তিনি হুইলচেয়ার বসেই সিঙ্গারা বিক্রি করে আর স্বপ্ন দেখেই আইএএস হওয়ার।  

Advertisment

ইন্টারনেটের দুনিয়ায় এমন কিছু অনুপ্রেরণামূলক গল্প ভাইরাল হয় যা আমাদের জীবনে চলার পথে শক্তি জোগায়। তেমনই এক কাহিনী সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছে। নাগপুরের এক বিশেষভাবে সক্ষম যুবক নিজের পড়াশুনা চালিয়ে যেতে হুইল চেয়ারে বসেই সিঙ্গারা বিক্রি করছেন। তার এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ফুড ভ্লগার গৌরব ওয়াসানের শেয়ার করা একটি ভিডিওতে, দেখা যাচ্ছে এক যুবক লক্ষ্যপূরণে হুইলচেয়ারে বসে সিঙ্গারা বিক্রি করছেন। জানা গিয়েছে ওই যুবকের নাম সুরাজ। নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। ভিডিওতে তিনি বলেন, "আমি কোন কোম্পানি থেকে চাকরির অফার না পাওয়াতে প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সিঙ্গারা বিক্রি করছি”।  ব্লগার গৌরব ওয়াসান জানিয়েছেন, সুরাজ সিঙ্গারা বিক্রি করছেন যাতে তিনি আইএএস হওয়ার জন্য পড়াশোনা করতে পারেন। ভিডিওটি ১০ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে৷ পোস্ট করার পর থেকে এটি প্রায় ৪৫ হাজার লাইকের পাশাপাশি অনেকেই ক্লিপটিতে তাদের মতামত তুলে ধরেছেন।  

একজন ব্যক্তি লিখেছেন, "সত্যিই, তিনি অন্যদের জন্য অনুপ্রেরণা। হ্যাটস অফ।" দ্বিতীয় এক ব্যক্তি শেয়ার করেছেন, "ঈশ্বর তাকে আশীর্বাদ করুন।" তৃতীয় একজন পোস্ট করেছেন, "হ্যাট অফ টু ইউ। ঈশ্বর আপনাকে আরও বেশি সফলতা দিন।"

Viral Video
Advertisment