scorecardresearch

হাতের মধ্যে গিজগিজ করছে মাকড়শা! ভিডিও দেখে শিউরে উঠছে সোশাল মিডিয়া

বেরিয়ে আসে কয়োকশো মাকড়সার বাচ্চা। হাত ভরে যায় তার। ওই ব্যক্তির যে এতে খুব একটা কিছু যায় আসে না তা স্পষ্ট।

হাতের মধ্যে গিজগিজ করছে মাকড়শা! ভিডিও দেখে শিউরে উঠছে সোশাল মিডিয়া

সম্প্রতি ভাইরাল মাকড়শার ডিম ফুটে বাচ্চা বের হওয়ার ভিডিও। যা শিহরণ জাগাচ্ছে নেট নাগরিকদের মনে। কম বেশি অনেকেরই জানা, মাকড়শার ডিম ফুটে বাচ্চা বের হয়। মা মাকড়শা সেই ডিম নিজের দেহে বহন করে বাচ্চা বের না হওয়া পর্যন্ত। প্রকৃতির নিয়মে এক সময় ডিম ফুটতে শুরু করে। প্রায় কয়েকশো মারড়শা থাকে ডিমের ভিতর।

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি প্রকৃতির নিয়মে ডিম ফোটার আগেই, সেটিকে হাতে নিয়ে দুভাগ করে দেয়। এরপরই ঘটে সেই শিহরণ জাগানো ঘটনা। যা দেখে শিউরে উঠছে নেট পাড়া। গা ঘিন ঘিনে সেই ভিডিও। বেরিয়ে আসে কয়েকশো মাকড়সার বাচ্চা। হাত ভরে যায় তার। ওই ব্যক্তির যে এতে খুব একটা কিছু যায় আসে না তা স্পষ্ট। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। তবে এই ভিডিওটি গত বছর নভেম্বর মাসে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়। নেটিজেনদের হাতে তা পুনরায় ভাইরাল হতে শুরু করেছে

দেখুন ভিডিওটি…

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Spider egg came out huge numbers of small spider which spread sensation on internet viral video