Advertisment

দুটি ছবিতে রয়েছে তিনটি পার্থক্য, কী কী বলুন দেখি!

চ্যালেঞ্জ নিতে তৈরি হচ্ছেন শিশু থেকে বৃদ্ধ সকলেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Spot 3 differences between the man and his pet's pictures within 14 seconds!

ছবি দুটির মধ্যে রয়েছে তিনটি পার্থক্য।

আপনি নিশ্চয়ই অনেক ধরনের অপটিক্যাল ইলিউশন দেখেছেন সোশ্যাল মিডিয়ায়! কিন্তু কিছু বিভ্রান্তিকর ছবি আছে যা মনকে দোলা দেয়। কিছু ছবি এমন হয় যেগুলোতে মাত্র একটি বা দুটি বস্তু খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ আপনার সামনে রাখা হয়। কিন্তু আজ আমরা আপনাদের জন্য এমন দুটি ছবি নিয়ে এসেছি যা আপনাকে ভাবিয়ে তুলবে। ভাবতে বাধ্য হবে আপনি! ছবিতে আপনাকে একটি বা দুটি নয় তিনটি ফারাক খুঁজে বের করতে হবে আপনাকে। মনে পড়বে আপনার ছোটবেলা, খবরের কাগজে এমন ছবি খুঁজতেন। আপনার কাছে একটি চ্যালেঞ্জ রয়েছে এবং এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করার জন্য আপনার কাছে মাত্র ১৫ সেকেন্ড সময় আছে।

Advertisment

ইন্টারনেটে ভাইরাল হওয়া ভাইরাল অপটিক্যাল ইলিউশনে প্রতিদিনই নতুন কিছু দেখা যাচ্ছে। আজ,আপনার সামনে রয়েছে দুটি ছবি। আপনাকে খুঁজে বের করতে হবে ছবির মধ্যে থাকা তিনটি পার্থক্য। আপনিও যদি অপটিক্যাল ইলিউশন ছবিগুলিতে আগ্রহী হন এবং সেগুলি সমাধান করতে উপভোগ করেন, তাহলে আজ আমরা আপনার জন্য একটি অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ নিয়ে এসেছি। ইন্টারনেটে প্রচুর Optical Illusion বর্তমানে ভাইরাল হচ্ছে। এই ছবিগুলির মধ্যে লুকোনো জিনিসগুলি খুঁজে পাওয়া কারও কারও পক্ষে কঠিন হতে পারে। আসলে এই ছবিগুলো এমন ভাবে তোলা বা আঁকা হয়, যাতে অনেক কিছুই গোপন থাকে। এই ধরনের ছবিতে চোখের সামনে এমন অনেক কিছুই থাকে, কিন্তু তা আমরা দেখতে পাই না। Optical Illusion মানেই একরাশ ধাঁধা।

publive-image
দেখুন ভাল করে।

অপটিক্যাল ইলিউশন আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় হয়ে উঠেছে। অবসর সময়ে অনেকেই অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ গুলির সমাধান করতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নতুন নতুন অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অপটিক্যাল ইলিউশন ফটোগুলির মধ্যে লুকিয়ে থাকা ধাঁধাগুলি সমাধান করতে ঘাম ঝরান নেটিজেনরা। এখন আজকের এই চ্যালেঞ্জ নিতে তৈরি হচ্ছেন শিশু থেকে বৃদ্ধ সকলেই। আপনার সামনে রয়েছে দুটি ছবি। ছবি দুটির মধ্যে রয়েছে তিনটি পার্থক্য। ভাল করে লক্ষ্য করুন ছবি দুটিকে, আমাদের জানান কী কী তফাৎ চোখে পড়েছে আপনার?

অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে লুকানো জিনিস চোখের সামনে থাকলেও খুঁজে দেখা যায় না। এই ছবির ক্ষেত্রেও তেমনই কিছু। আপনি যদি এখনও ছবির মধ্যে কোন তফাৎ  খুঁজে না পান তাহলে প্রশ্নের উত্তর রয়েছে শেষের ছবিতে।

spot the difference, spot the difference pictures, spot the difference in pictures, find the
রইল ধাঁধার উত্তর
Optical Illusion
Advertisment