Advertisment

দুটি জিনিস হারিয়ে গিয়েছে এই ছবিতে, বলতে পারবেন সেগুলি কী কী?

আমরা আশা করি আপনি আপনার তীক্ষ্ণ নজর দিয়ে সঠিক উত্তর আপনি খুঁজে পাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Spot two mistakes

ছবিতে উধাও মাত্র দুটি জিনিস আপনাকে খুঁজে বের করতে হবে।

অপটিক্যাল ইলিউশনকে শুধুমাত্র মজার খেলা হিসাবেই নয়, চোখের ও মনের ক্ষমতা পরীক্ষার এযেন এক বিশ্বাসযোগ্য মাধ্যম। সময় কাটানোর সেরা উপাদানের মধ্যে যে অপটিক্যাল ইলিউশন অন্যতম সেকথা সকলেই একবাক্যে মেনেও নিয়েছেন। আজকে যে অপটিক্যাল ইলিউশনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে ছবিতে উধাও মাত্র দুটি জিনিস আপনাকে খুঁজে বের করতে হবে। মাত্র ১৩ সেকেন্ডের মধ্যে চ্যালেঞ্জটি সম্পুর্ণ করতে হবে আপনাকে। অনেকেই আজকের এই চ্যালেঞ্জ খোঁজার জন্য নেমে পড়েছেন একেবারে কোমর বেঁধে।

Advertisment

আপনার সামনের ছবিটি খুব সাধারণ দেখাচ্ছে। তবে এর মধ্যে দুটি ছোটখাটো ভুল আছে। এখন আপনাকে সেই ভুলটি খুঁজে বের করতে এবং চ্যালেঞ্জটি সম্পূর্ণ করতে আপনার মস্তিষ্ক ও চোখের ব্যবহার করতে হবে। এই চ্যালেঞ্জটা কঠিন নয়, এর জন্য দরকার শুধু ফোকাস। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গেম। নিশ্চয়ই আপনি এটি অনেক উপভোগ করতে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়াতে কুইজ এবং গেম খেলতে পছন্দ করেন সকলেই। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই একটি কৌশলী ছবি, ছবিতে নেই দুটি জিনিস। সেই দুটি আপনাকে খুঁজে বের করতে হবে। এই গেম খুব কঠিন না হলেও আপনাকে  আপনার সৃজনশীল মনকে ব্যবহার করতে হবে। ছবির প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে দেখুন।

Spot two mistakes
ছবিতে উধাও মাত্র দুটি জিনিস আপনাকে খুঁজে বের করতে হবে।

আপনি ছবিতে বাস স্টপ দেখতে পাচ্ছেন। এক মহিলাকে ছাতা হাতে বাসে উঠতেও দেখা যাচ্ছে। এখন আপনাকে এই চিত্রটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং এতে কী অনুপস্থিত রয়েছে তা বলতে হবে। আমরা আশা করি আপনি আপনার তীক্ষ্ণ মন দিয়ে সঠিক উত্তর আপনি খুঁজে পাবেন।

এই ধাঁধার উত্তর হল বাসের 'সাইড মিরর এবং উইন্ডশিল্ড ওয়াইপার', যার দুটির কোনটি’ই নেই বাসে। আপনি যদি এটি খুঁজে পেয়ে গিয়ে থাকেন তবে বুঝবেন আপনার দৃষ্টিশক্তি তীক্ষ্ণ। কিন্তু উত্তর না পেলেও হতাশ হবেন না। আমরা আপনাকে এই কাজে সাহায্য করব। উপরের ছবিতে লাল রঙের দুটি দাগ দেখেই বুঝতে পারবেন ছবি দেখে কোন কোন ভুলের কথা বলা হয়েছে।

 Spot two mistakes in this image
রইল আজকের প্রশ্নের উত্তর
Optical Illusion
Advertisment