Advertisment

দাড়ি না কামানোর মাস নভেম্বর, জানেন কেন পালন করা হয়?

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল এই #noshavenovember।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দাড়ি না কামানোর মাস নভেম্বর। কিন্তু খামোখা দাড়ি কামাবেন না কেন? ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করবেন বলে? সে করতেই পারেন। কিন্তু এই হ্যাশট্যাগ শুরু করার পিছনে একটা মহত কারণ আছে। 'নো শেভ নভেম্বর'এর উদ্যোক্তারা বলছেন, দাড়ি কমানোর খরচ বাঁচিয়ে তা ক্যান্সারের চিকিৎসায় দান করুন। প্রত্যেক বছর এই মাসে দাড়ি কামোনোয় যে খরচ আপনি করে থাকেন সেই খরচের টাকা জমিয়ে রাখুন ক্যান্সার রুগিদের জন্য।

Advertisment

এই হ্যাশট্যাগের প্রচার করতে, টি শার্ট নিয়ে এসেছে 'নো শেভ নভেম্বর'এর উদ্যোক্তারা। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল এই #noshavenovember।

viral
Advertisment