New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/18/0Hu7ggDW0OcfNiRqkskj.jpg)
স্টিভ জোবসের স্ত্রীর দীক্ষা দানের গল্প চমকে দেবে Photograph: (ফাইল ছবি)
স্টিভ জোবসের স্ত্রীর দীক্ষা দানের গল্প চমকে দেবে Photograph: (ফাইল ছবি)
Steve Jobs' Wife: সনাতন ধর্মের প্রতি গভীর ভাবে বিশ্বাসী হয়ে উঠেছিলেন অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবস। পাশাপাশি তিনি সনাতন ধর্মের প্রতি অনুভব করেন এক গভীর টান। যার জেরে ১৯৭৪ সালে মহাকুম্ভে আসার ইচ্ছা প্রকাশ করে নিজের প্রিয় বন্ধুকে একটি চিঠি লিখেছিলেন তিনি। সেই চিঠি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
স্টিভ জোবসের লেখা এই চিঠিটি ২০২১ সালে ৪.৩২ কোটি টাকায় নিলামে ওঠে। ১৯৭৪ সালে তার শৈশবের বন্ধু টিম ব্রাউনকে লেখা চিঠিতে, জবস কুম্ভ মেলায় যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। সেই বছরের এপ্রিলে হরিদ্বারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্টিভ জোবসের ইচ্ছা পূরণ করতে, তার স্ত্রী লরেন পাওয়েল জোবস প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় অংশ নেন।
স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল এক বছর আগেই সনাতনের পথ বেছে নিয়েছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে তার নাম 'কমলা' রাখা হয়েছিল। পঞ্চায়েতি আখড়ার প্রধান শ্রী নিরঞ্জনী স্বামী কৈলাশানন্দ গিরি একথা জানিয়েছেন। যিনি এই কুম্ভে তাঁকে দীক্ষা দান করেন।
আধ্যাত্মিক গুরু কৈলাশানন্দ গিরি বলেন, 'আমরা তাকে মকর সংক্রান্তিতে অর্থাৎ ১৪ জানুয়ারি রাত ১০.১০ মিনিটে দীক্ষা দান করি । তবে, এক বছর আগেই, তাকে 'কমলা' নাম এবং গোত্র দেওয়া হয়েছিল। গত বছরের ১৮ই ফেব্রুয়ারি তিনি এই নামটি পান।
সংবাদ সংস্থা এএনআই-এর সাথে কথা বলতে গিয়ে কৈলাশানন্দ জি বলেন, 'তিনি খুবই সহজ-সরল এবং শান্ত। তার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই। তিনি একজন সাধারণ ভক্তের মতো চার দিন শিবিরে ছিলেন"। কৈলাশানন্দজি বলেন, 'তাঁর ব্যক্তিগত কর্মীদের ৫০ জনও তাঁর সাথে দুটি বিমানে এসেছিলেন।' তিনি সম্পূর্ণ নিরামিষভোজী। পেঁয়াজ-রসুনও খায় না।
লরেন পাওয়েল ১০ দিনের জন্য মহাকুম্ভে এসেছিলেন কিন্তু হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হওয়ার পর, মাত্র তিন দিনের মধ্যেই তিনি প্রয়াগরাজ থেকে ফিরে আসেন। যাওয়ার আগে, তিনি তাঁর গুরু আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাশানন্দ গিরির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। লরেন পাওয়েলকে মহাকালীর বীজ মন্ত্রে দীক্ষিত করা হয়েছে। তিনি ওঁ ক্রিম মহাকালিকা নমঃ জপ করবেন।