মনের জোরেই লড়াই জারি, বাস্তবের নায়কের কাহিনী অনুপ্রেরণা জোগাবে

সম্প্রতি ইন্সটাগ্রাম পোস্টে যুবকের এই কাহিনী ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি ইন্সটাগ্রাম পোস্টে যুবকের এই কাহিনী ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
zomato, zomato delivery man, viral video, viral, zomato viral video, amritsar, zomato delivery man viral video, zomato social media, specially abled zomato agent, zomato agent

সম্প্রতি ইন্সটাগ্রাম পোস্টে যুবকের এই কাহিনী ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দুর্ঘটনায় হারিয়েছে পা! অদম্য মনের জোর আর ইচ্ছাশক্তির জেরে জীবনযুদ্ধের মূল স্রোতের ফেরার লড়াই জারি রেখেছেন অমৃতসরের এক যুবক। তার কাহিনী অনুপ্রেরণা জুগিয়েছে হাজার হাজার মানুষকে।

Advertisment

অমৃতসরের বাসিন্দা সর্দার ইকবাল সিং পথ দুর্ঘটনায় দুটি পা হারিয়েছেন। তার পরেও মনের জোরকে দমিয়ে রাখেন নি তিনি। প্রতিদিন, সকাল থেকে রাত একটি মোটর চালিত হুইলচেয়ারে করেই খাবার ডেলিভারি করেন। জোমাটো ডেলিভারি এজেন্ট হিসাবে কাজ করা এই যুবকের কাণ্ড অনুপ্রেরণা জুগিয়েছে হাজার হাজার মানুষকে।

সম্প্রতি ইন্সটাগ্রাম পোস্টে যুবকের এই কাহিনী ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল পোস্টের সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে ,“সর্দার ইকবাল সিংয়ের সঙ্গে দেখা করুন - ইনি একজন জোমাটো ডেলিভারি ম্যান। পথ দুর্ঘটনায় তিনি তার পা হারান। তিনি আর্থিকভাবেও দুর্বল। ভালো তবুও তার পরিবারের বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ওনার পরিশ্রমকে স্যালুট,”।

Advertisment

কমেন্ট সেকশনে সোশ্যাল মিডিয়া ইউজাররা সর্দার ইকবাল সিংয়ের কঠোর পরিশ্রমের জন্য তাকে স্যালুট জানিয়েছেন। সর্দার ইকবাল সিংয়ের মতো বাস্তবের 'নায়ক'দের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য সকলেই জোমাটোকে ধন্যবাদ জানিয়েছেন।

Viral Video